Entertainment
এই ফেব্রুয়ারিতেই চার হাত এক হবে ফারহান আখতার এবং শিবানী ডান্ডেকর-এর
তার দ্বিতীয় পরিণয়ে সম্পন্ন করতে চলেছে

তিয়াসা মিত্র : জাতীয় সংবাদমাধ্মের থেকে খবর পাওয়া গেছিলো ফারহান আখতার এবং শিবানী ডান্ডেকর বিয়ে করতে চলেছেন মার্চ মাসে তবে এখন সেই এগিয়ে এলো ফেব্রুয়ারিতে। ফারহান আখতার তার দ্বিতীয় পরিণয়ে সম্পন্ন করতে চলেছে তার ৩ বছরের প্রেমিকার সাথে মুম্বাইয়ের একটি বিলাস বহুল হোটেলে। তারা শুধু মাত্র আইনি ভাবে নিজেদের বিয়ে করছেন যেখানে থাকবে তাদের পরিবার, ঘনিষ্ট বন্ধুরা। জাকজমক এই করোনা কালের কারণে করতে চাইছে না তারা দুজনেই।
শোনা যাচ্ছে তারা সেজে উঠবে সব্যসাচীর পরিকল্পিত পোশাকে। এই খবরে তাদের অনুগামীরা তাদের শুভেচ্ছা জানাচ্ছে বহু মাদ্ধমের মদ্ধ দিয়ে।