West Bengal

গোপনসূত্রে খবর পেয়ে চলে অভিযান, উদ্ধার ৪০ লক্ষ টাকার বিলিতি মদ

৪০ লক্ষ টাকার বিলিতি মদ সমেত এবার গ্রেফতার হল ২ পাচারকারী

পল্লবী কুন্ডু : হাতেনাতে গ্রেফতার ২ পাচারকারী। গোপনসূত্রে খবর মেলার পরেই অভিযান চালায় জলপাইগুড়ি জেলা আবগারি দফতর(Excise Department), আর তাতেই এবার বড়ো সাফল্য। ৪০ লক্ষ টাকার বিলিতি মদ সমেত এবার গ্রেফতার হল ২ পাচারকারী।গতকাল রাতে জলপাইগুড়ি জেলা আবগারি দফতরের আধিকারিকের কাছে গোপন সূত্রে খবর আসে যে, ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে অরুনাচল প্রদেশ থেকে বিহারে পাচার হচ্ছে বিপুল পরিমান বেআইনি বিলিতি মদ। সেই খবরের ভিত্তিতেই অভিযানে নামে জলপাইগুড়ি জেলা আবগারি দফতরের বিশেষ টিম।

তারপর ঐদিন রাতেই জাতীয় সড়ক-এর কাছেই পাহাড়পুর এলাকায় একটি কনটেনার আটক করলে তার ভেতর থেকে উদ্ধার হয় ৪০ লক্ষ টাকার বিদেশী হুইস্কি। সংশ্লিষ্ট ঘটনাকে সামনে রেখেই জলপাইগুড়ি জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে একসময় ভূটান হয়ে এই ধরনের বিদেশী মদ প্রচুর ঢুকতো এই রাজ্যে।কিন্তু সার্ক হাইওয়েতে নজরদারি বাড়ানোর পাশাপাশি ভারত-ভূটান সীমান্তেও কড়া নজরদারি চালানো হচ্ছে।ফলত এখন উত্তর-পূর্ব ভারত দিয়ে চোরাপথে মদ সহ নানা জিনিস ঢুকে পড়ছে এই দেশে। আর এবার সেই সমস্ত জিনিস এই রাজ্য হয়ে দেশের অন্য প্রান্তে যেতে গিয়েই এদিন পাকড়াও হয়।

এই ঘটনায় জলপাইগুড়ি আবগারি আধিকারিক সুশান্ত বক্সি জানান, ‘গত সেপ্টেম্বর মাসে বেআইনি বিলিতি মদ পাচার চক্রের এক বড়সড় কারবারিকে বামাল সমেত গ্রেফতার করা হয়েছিল। তাকে জেরা করে ভিন রাজ্যের পাচার চক্রের কিছু তথ্য পাওয়া যায়। সেই অনুযায়ী ট্র‍্যাক করার চেষ্টা চলছিল। অবশেষে গতকাল রাতে বড়সড় সাফল্য পাওয়া গিয়েছে। ২ জন পাচারকারী সমেত উদ্ধার হয়েছে ৪০ লক্ষ টাকার বেআইনি বিদেশী মদ।এই পাচারের ঘটনায় অভিযুক্তদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হচ্ছে।’ করোনা অতিমারীর কারণে একটা সময় গোটা দেশ জুড়ে লোকডাউন চলায় অধিক মাত্রায় বেড়েছিল পুলিশি নজরদারি। সেই কারণেই কমেছিল চোরা কারবারীদের কাজ তবে পরিস্থিতি শিথিল হতেই আবার শুরু পাচারকার্য।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: