Sports Opinion

হাসপাতালে ফুটবলার হীরা, খেলতে পারছেননা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে

শনিবার অস্ত্রপ্রচার হওয়ার কথা তার, খবর দিলেন নিজেই

তিয়াসা মিত্র : অষ্টম আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের ধারাবাহিক ব্যর্থতায় একমাত্র হীরা মণ্ডলই ছিলেন উজ্জ্বল। কিন্তু নাকের হাড় ভেঙে যাওয়ায় বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে শেষ ম্যাচ না খেলেই বুধবার সন্ধ্যায় কলকাতায় ফিরতে হয়েছে তাকে। ইএম বাইপাস-এর কাছে একটি যে সরকারি হাসপালে ভর্তি করানো হয়েছে হীরা মণ্ডলকে।

শনিবার অস্ত্রোপচার হওয়ার কথা তাঁর। রক্ষণের অন্যতম ভরসা হীরা ছিটকে যাওয়ায় সুনীল ছেত্রীদের বিরুদ্ধে ম্যাচের আগে চিন্তা বাড়ছে কোচ মারিয়ো রিভেরার। হাসপাতালের বিছানায় শুয়েই আনন্দবাজারকে হতাশ হীরা বললেন, ‘‘চিকিৎসকরা বলেছেন, আমার নাকের হাড় ভেঙে বাঁ দিকে সরে গিয়েছে। অস্ত্রোপচার না করালে ভবিষ্যতে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হবে। তাই আর আপত্তি করিনি।’’

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: