Big Story
শারীরিক অসুস্থতাতে হাসপাতালে ভর্তি নারায়ণ দেবনাথ
প্রথমবার ২৪ ডিসেম্বর হাওড়ার শিবপুরের বাড়ি থেকে তাঁকে ওই নার্সিংহোমে ভর্তি করতে হয়

তিয়াসা মিত্র : বাংলার কার্টুন সাহিত্যের অন্যতম শিল্পী নারায়ণ দেবনাথ আবারো হাসপালে ভর্তি হলে শারীরিক গোলযোগের কারণে। তিনি মিন্টো পার্কের পার্ক নার্সিংহোমে ভর্তি রয়েছে এবং আপাতত তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিত্সন সূত্রে খবর তাকে রক্ত দিতে হচ্ছে এবং তার সাথে নিঃস্বাস-এর সমস্যা রয়েছে। ওনার বর্তমান বয়স ৯৮ বছর।
গত বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তবে ২৪ ডিসেম্বর হাওড়ার শিবপুরের বাড়ি থেকে তাঁকে ওই নার্সিংহোমে ভর্তি করতে হয়। রাজ্যের পক্ষ থেকে তার চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছিল। । চিকিৎসকদের সেই দলটিই তাঁর চিকিৎসা করছে। তার সাস্থ এখন কেমন আছে তা জানা যায়নি।