West Bengal

রাজনৈতিক তরজা অনুব্রতর “নেংটি ইঁদুর” বলে সম্মোধন শুভেন্দুকে

‘‘ওতো চুরি করে ভোটে জিতেছে।’’- অনুব্রত মন্ডল

তিয়াসা মিত্র : বঙ্গ রাজনীতির দুই “সাপ এবং নেউলে” তৃণমূল এবং বিজেপি। এরকমই আবারো চর্চা শুরু রাজনীতির মহলে অনুব্রত মন্ডলের কটাক্ষ নিয়ে। গঙ্গাসাগর মেলা কমিটি থেকে বাদ পড়াতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আক্রমণ ঘোষণা করেছেন। এরপরই নন্দীগ্রামের বিধেয়কের ওপর টপ দিতে গিয়ে শুভেন্দুকে ” নেংটি ইঁদুর ” বলে বসলেন অনুব্রত মন্ডল।

তিনি বলেন, ‘‘ওতো চুরি করে ভোটে জিতেছে।’’ তিনি আরো বলেন- ” শুভেন্দু অধিকারী হল নেংটি ইঁদুর। জানেন তো, নেংটি ইঁদুর বাড়িতে ঘোরাফেরা করে। বাড়ির কোনও জিনিসে চাপা পড়ে যায়। নেংটি ইঁদুরের কোনও দাম নেই। চুরি করে ভোটে জিতেছে, আবার বড় বড় বাতেলা!’’

সূত্রে খবর এই কথা কথা বলার কারণ, স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে শুভেন্দু যান কলকাতা সিমলার বাড়িতে যেখানে এই সাগর মেলার কমিটি নিয়ে কথা ওঠে এবং তিনি বলে তাকে ভয়ে পায় তৃণমূল দোল তাই তাকে রাখতে চাইনি কমিটিতে। তবে তাই নিয়ে পাল্টা জবাব দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, এবার কটাক্ষ করলেন অনুব্রত মন্ডল। তবে এই কথা পরিপ্রেক্ষিতে বীরভূম জেলা বিজেপি-র সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘‘হনুমান আর কাঠবেড়ালি মিলে রামরাজ্য প্রতিষ্ঠা করেছিল। তাই নেংটি ইঁদুরের কত ক্ষমতা, সময় এলেই বুঝতে পারবে। চিন্তার কিছু নেই। আর ওরা নিজেরাই ছাগলের দল, তাই ভেড়ার দল বলছে। এমন মানুষের মন্তব্যের প্রেক্ষিতে এর বেশি কিছু প্রতিক্রিয়া দেওয়া যায় না।’’

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: