West Bengal

কোটি টাকার হেরোইন উদ্ধার দুর্গাপুরে, গ্রেফতার ১

অভিযুক্তকে শনিবার দুর্গাপুর আদালতে তোলা হবে

সায়ন দেবসিংহ : দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে পুলিশ উদ্ধার করে মাদক-দ্রব্য ।একজনকে গ্রেফতার করা হয়েছে ।ধৃতের নাম মনিরুল শেখ।গতকাল অভিযুক্তের থেকে প্রায় ৫০০ গ্রাম সাদা পাউডার উদ্ধার করেছে। পুলিশের অনুমান সেগুলো হেরোইন। এর বাজারদর প্রায় কোটি-টাকা। তাঁর বাড়ি নদিয়া জেলার নলদহ গ্রামে।

ডিসি (ইস্ট) অভিষেক গুপ্ত জানিয়েছেন, অভিযুক্তকে দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে কোক ওভেন থানার পুলিশ গ্রেফতার করেছে। এই ঘটনার সাক্ষীও আছে বলে দাবি পুলিশের।উদ্ধার হওয়া মাদক পরীক্ষা করে দেখা হচ্ছে বলেও জানা গেছে।সূত্রে খবর, অভিযুক্তকে শনিবার দুর্গাপুর আদালতে তোলা হবে এবং পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবদেন জানানো হবে।

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: