Economy Finance

তিন মাস ইএমআই দিতে হবে না- স্বস্তির বার্তা ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক

রেপো রেটে ব্যাপক কাটছাঁটের ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক

প্রেরনা দত্তঃ রেপো রেটের ওপর ভিত্তি করেই রিজার্ভ ব্যাঙ্ক ঋণ দেয় অন্যান্য ব্যাঙ্কগুলিকে। রেপো রেট কমানোর অর্থ, ব্যাঙ্কগুলির ওপর ঋণের বোঝা কমবে, ফলে যাঁরা ঋণ নিয়েছেন, তাঁদেরও সস্তা হবে ইএমআই। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস শুক্রবার জানান, ৭৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হচ্ছে। ৫.১৫ শতাংশ থেকে এখন তা দাঁড়াল ৪.৪ শতাংশ। রিভার্স রেপো রেটও কমছে ৯০ বেসিস পয়েন্ট। দেশের আর্থিক স্থিতি বজায় রাখার জন্য এই হার হল ৪ শতাংশ। গোটা পৃথিবীতেই এখন আর্থিক মন্দার আশঙ্কা রয়েছে। এই অবস্থা থেকে উঠে দাঁড়ানোর সম্ভাবনা ক্রমশই কমছে।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের জেরে দেশ জুড়ে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে ঋণের কিস্তি জমা দেওয়ার ক্ষেত্রে বড়োসড়ো ছাড় দিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। আরবিআই গভর্নর জানিয়েছেন, দেশের আর্থিক ব্যবস্থার ওপর করোনা অতিমারীর প্রভাব পড়তে পারে, বেশ কিছু ক্ষেত্র এর আওতায় আসতে পারে বলে আশঙ্কা। গোটা বিশ্বের অর্থ ব্যবস্থাই বিশাল মন্দার মুখোমুখি হতে পারে, ফলে প্রভাবিত হতে পারে আর্থিক স্থিতাবস্থা। যার অর্থ, বাড়ি, গাড়ি, ব্যবসার ঋণের জন্য যে ইজি মান্থলি ইনস্টলমেন্ট (ইএমআই) তথা সহজ মাসিক কিস্তি দিতে হয় তা তিন মাস স্থগিত থাকবে। এপ্রিল, মে ও জুন মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও ইএমআই কাটা হবে না। রা সরকারি চাকুরে তাঁদের লক ডাউন পরবর্তী মন্দার বাতাবরণে কর্মক্ষেত্রে কোনও অনিশ্চয়তা থাকবে না। কিন্তু বেসরকারি ক্ষেত্রের কর্মচারীদের অনেকের মধ্যেই আশঙ্কা তৈরি হয়েছে। কারণ, বাণিজ্যিক ক্ষেত্রের উপর মহামারীর ধাক্কা অনিবার্য বলেই মনে করা হচ্ছে।
সরকারের শীর্ষ নেতৃত্বের কথায়, করোনা সংক্রমণের জন্য বিশ্বজনীন অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। ভারত তার থেকে বিচ্ছিন্ন নয়। কিন্তু এই পরিস্থিতিতে সরকারের থেকে সবরকম সংবেদনশীলতা প্রত্যাশা করে মানুষ।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading