আজকের রাশিফল ১২ই এপ্রিল ২০২২
সঙ্গে শ্রী রাজর্ষি (স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষী ও রত্ন বিশারদ)

আজকের পঞ্জিকা একনজরে
১২ এপ্রিলের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়েছে। বার হল মঙ্গল এবং এই একাদশী তিথি থাকবে ১৩ এপ্রিল ভোর ৫টা ০২ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে শুক্লপক্ষের দ্বাদশী তিথি।২০৭৮ বিক্রম সম্বতের চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে কামদা একাদশীর ব্রত পালন করা হবে।
পঞ্জিকা মতে ১২ এপ্রিল সূর্যোদয় হবে সকাল ৫টা ২৩ মিনিটে, সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৫১ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ১২ এপ্রিল দুপুর ১টা ৪৮ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ১৩ এপ্রিল রাত ৩টে ০৮ মিনিটে।
এই ২০৭৮ বিক্রম সম্বতের চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথির নক্ষত্র হল অশ্লেষা। ১২ এপ্রিল, সকাল ৮টা ৩৫ মিনিট পর্যন্ত অশ্লেষা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে মঘা নক্ষত্র।
সূর্য অবস্থান করবে মীন রাশিতে। চন্দ্র অবস্থান করবে কর্কট রাশিতে ১২ এপ্রিল, সকাল ৮টা ৩৫ মিনিট পর্যন্ত, এর পরে গমন করবে সিংহ রাশিতে।
শুভ মুহূর্ত- ১২ এপ্রিল অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল ১১টা ১২ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ০২ মিনিটে। অমৃতযোগ ১২ এপ্রিল শুরু হচ্ছে সকাল ৬টা ৫২ মিনিটে, শেষ হচ্ছে সকাল ৮টা ৩৫ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
অশুভ মুহূর্ত-পঞ্জিকা মতে ১২ এপ্রিল রাহুকাল শুরু হচ্ছে দুপুর ২টো ৪৪ মিনিট থেকে, শেষ হচ্ছে বিকেল ৪টে ১৮ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
রাশিফল
মেষ- অযথা রাগ ও বিবাদে জড়াবেন না। পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। ব্যবসায় উন্নতি হবে। কোনও বন্ধুর সহযোগিতায় ব্যবসার পরিকল্পনা করতে পারেন। কোনও মহিলা আত্মীয়ের কাছ থেকে অর্থ লাভ করতে পারেন।
বৃষ- রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখুন। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। চাকরির ইন্টারভিউয়ে সাফল্য লাভ করতে পারেন। চাকরিতে আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন। উন্নতির পথ প্রশস্ত হবে। আয় বৃদ্ধি হবে। শিল্প ও সঙ্গীতের প্রতি রুচি বাড়বে।
মিথুন- চাকরিতে অতিরিক্ত দায়িত্ব পেতে পারেন। অধিক পরিশ্রম করতে হবে। ব্যয় বাড়ায় চিন্তিত থাকবেন। কর্মক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখে পড়বেন। পারিবারিক জীবনে সুখে কাটবে। উন্নতির সুযোগ পেতে পারেন।
কর্কট- আবেগ নিয়ন্ত্রণে রাখুন। ব্যবসায় অধিক পরিশ্রম করতে হবে। স্বাস্থ্যের যত্ন নিন। মানসিক শান্তি থাকবে। মানসিক কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারেন। ব্যবসায়িক পরিস্থিতি উন্নত হবে। পড়াশোনা ও গবেষণার কাজে সাফল্য লাভ করবেন।
সিংহ- চাকরিতে আধিকারিকদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। বন্ধুদের সঙ্গে যাত্রায় যেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন। বন্ধুদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। সন্তানের কষ্ট হবে। আশা-হতাশা মিশ্রিত অনুভূতি মনে থাকবে। ব্যয় বাড়বে।
কন্যা- কর্মক্ষেত্রে পরিবর্তন হবে। অধিক পরিশ্রম করতে হবে। ব্যয় বাড়বে। চাকরির পরীক্ষা ও ইন্টারভিউয়ে ভালো ফলাফল লাভ করতে পারেন। মায়ের কাছ থেকে অর্থ লাভ করবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
তুলা- রাগ করবেন না। ব্যবসায় নতুন লগ্নি করতে পারেন। পরিবারের সঙ্গ লাভ করবেন। পড়াশোনায় সফল হবেন। আয় কমবে। মন অশান্ত হবে। রাগ বাড়বে। মেজাজ খিটখিটে হতে পারে। স্বাস্থ্যে যত্ন নিন।
বৃশ্চিক- চাকরিতে আধিকারিকদের সঙ্গে অযথা বিবাদে জড়াবেন না। কর্মক্ষেত্রে বৃদ্ধি হবে। ব্যয় বাড়বে। উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারেন। পরিবারের সমস্যা চিন্তিত করে তুলবে।
ধনু- মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। মা-বাবার কাছ থেকে আর্থিক সহযোগিতা লাভ করতে পারেন। ব্যবসায় কোনও বন্ধুর সহযোগিতা লাভ করবেন। মানসিক অবসাদ থাকতে পারে। বাবার স্বাস্থ্যের যত্ন নিন।
মকর- অধিক আলস্য থাকবে। ব্যবসা বিস্তারের জন্য মা-বাবার আর্থিক সহযোগিতা পাবেন। কোনও সম্পত্তি থেকে অর্থ লাভ করতে পারেন। চাকরিতে আধিকারিকদের সঙ্গে মতভেদ বাড়তে পারে। পড়াশোনা ও গবেষণার কাজে সাফল্য লাভ করবেন। বন্ধুদের সহযোগিতা পাবেন। পরিবারের সঙ্গ থাকবে।
কুম্ভ- পরিবারে অযথা বাদ-বিবাদ থেকে দূরে থাকুন। চাকরিতে আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন। বাহন সুখে বৃদ্ধি হতে পারে। মা-বাবার সঙ্গে বিচারধারার মতভেদ হবে। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। ভবনসুখে বৃদ্ধি হবে। মিষ্টি খাবারের প্রতি রুচি বাড়বে। দূরের যাত্রায় যেতে পারেন।
মীন- পরিবারে অযথা বিবাদ এড়িয়ে চলুন। চাকরিতে আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন। বাহনসুখে বৃদ্ধি হবে। মা-বাবার সঙ্গে বিচারধারার মতভেদ দেখা দিতে পারে। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। ভবন সুখে বৃদ্ধি হবে।