আজকের রাশিফল ১৩ই এপ্রিল ২০২২
সঙ্গে শ্রী রাজর্ষি (স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষী ও রত্ন বিশারদ)

আজকের পঞ্জিকা একনজরে
রাষ্ট্রীয় মাটি চৈত্র ২৩, শক সংবত ১৯৪৪, চৈত্র শুক্লা, দ্বাদশী, বুধবার, বিক্রম সংবত ২০৭৯। সৌর চৈত্র মাসের প্রবেশ ৩১, রমজান ১১, হিজরি ১৪৪৩ (মুসলিম), ইংরেজি তারিখ অনুযায়ী ১৩ এপ্রিল ২০২২ খ্রি. সূর্য উত্তরায়ণ, উত্তর গোল, বসন্ত ঋতু।
দুপুর ১২টা থেকে ০১:৩০ পর্যন্ত রাহুকাল, দ্বাদশী তিথি পরদিন ভোর ০৪:৫০ মিনিটের পর ত্রয়োদশী তিথি শুরু হয়।
মঘা নক্ষত্র শুরু হয় সকাল ০৯:৩৭ মিনিটে, পূর্বা ফাল্গুনী নক্ষত্র শুরু হয়, সকাল ১১.১৪ মিনিটে গণ্ডযোগ শুরু হয়, বৃদ্ধি যোগ শুরু হয়, বভ করণ সন্ধ্যা ০৪:৫৭ মিনিটে শুরু হয়, কৌলভ করণ শুরু হয়। চন্দ্র দিনরাত সিংহ রাশিতে গমন করবে।
আজকের উপবাস উৎসব, শ্রী বিষ্ণু দমনোৎসব, রাহু কেতু রাশি পরিবর্তন
১৩ এপ্রিল, ২০২২ তারিখে সূর্যোদয়ের সময়: ০৫:৫৭ সকাল
১৩ এপ্রিল, ২০২২ তারিখে সূর্যাস্তের সময়: সন্ধ্যা ৬.৪৫ মিনিটে
আজকের শুভ সময় ১৩ এপ্রিল ২০২২:
অভিজিৎ মুহুর্ত রাত ১১.৫৮ থেকে ১২.৪৮ পর্যন্ত। বিজয় মুহুর্ত হবে দুপুর ০২:৩০ থেকে ০৩:২১ পর্যন্ত। নিশীথ কাল মধ্যরাত ১১.৫৯ টা থেকে ১২.৪৪ পর্যন্ত। সন্ধ্যা ০৬.৩৩ টা থেকে ০৬.৫৭ পর্যন্ত। আজ সকাল ৫:৫৭ টা থেকে ৭.৩০ টা পর্যন্ত, সকাল ৯.০৯ টা পর্যন্ত অমৃত চৌঘড়িয়া থাকবে।
আজকের অশুভ সময় ১৩ এপ্রিল ২০২২:
দুপুর ১২টা থেকে ০১:৩০ পর্যন্ত রাহুকাল। সকাল ০৭.৩০ টা থেকে ০৯.০০ টা পর্যন্ত যমগন্ড থাকবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গুলিক কল থাকবে। আজ কাল চোঘড়িয়া সকাল ৯.০৯ টা থেকে ১০.৪৫ টা পর্যন্ত। এরপর দুপুর ১২:২১ থেকে ৩.৩৩ পর্যন্ত যথাক্রমে রোগ ও উদ্বেগ চোঘাড়িয়া থাকবে।
রাশিফল
মেষ- ব্যবসায়িক কাজে রুচি থাকবে। কোনও বন্ধুর কাছ থেকে ব্যবসার প্রস্তাব পেতে পারেন। ব্যয় বাড়বে। সন্তানের কষ্ট হবে। পারিবারিক সমস্যা চিন্তিত করে তুলতে পারে। পরিবারে দায়িত্ব বাড়তে পারে। যাত্রায় যেতে পারেন।
বৃষ- পরিবারের সঙ্গ লাভ করবেন। পড়াশোনায় কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারেন। যাত্রায় যেতে পারেন। ধৈর্য কমবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ পূর্ণ হবে।
মিথুন- পরিবারের দায়িত্ব বাড়তে পারে। কর্মক্ষেত্রে অধিক পরিশ্রম করতে হবে। কোনও সম্পত্তি থেকে অর্থ লাভ করতে পারেন। অধিক পরিশ্রম করতে হবে। পড়াশোনায় রুচি বাড়বে। জীবনসঙ্গীর স্বাস্থ্য বিকার হতে পারে।
কর্কট- আবেগ নিয়ন্ত্রণে রাখুন। ব্যবসায় অধিক পরিশ্রম করতে হবে। স্বাস্থ্যের যত্ন নিন। মানসিক শান্তি থাকবে। মানসিক কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারেন। ব্যবসায়িক পরিস্থিতি উন্নত হবে। পড়াশোনা ও গবেষণার কাজে সাফল্য লাভ করবেন।
সিংহ- মানসিক শান্তি থাকবে। ব্যয় বাড়ায় চিন্তিত থাকবেন। ব্যবসার কারণে আয় বাড়তে পারে। কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। রাগ করবেন না। সম্পত্তি থেকে আয়ের পথ বিকশিত হবে। অনাবশ্যক চিন্তা বাড়তে পারে।
কন্যা- মনে হতাশা ও অসন্তোষ থাকবে। ব্যবসার প্রতি সতর্ক থাকুন। কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারেন। চাকরি পরিবর্তনের যোগ রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে বিচারধারার মতভেদ হতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও বিবাদের সমাধান খুঁজে পেতে পারেন।
তুলা- পারিবারিক জীবন সুখে কাটবে। সম্পত্তি লগ্নি করতে পারেন। লগ্নির ফলে লাভ হবে। শিল্প ও সঙ্গীতের প্রতি রুচি বাড়বে। মন অশান্ত হবে। বিবাদ থেকে দূরে থাকুন। মায়ের সহযোগিতা লাভ করবেন। পড়াশোনায় সাফল্য লাভ করবেন।
বৃশ্চিক- পড়াশোনায় কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারেন। সতর্ক থাকুন। কোনও বন্ধুর সহযোগিতায় ভবনসুখে বৃদ্ধি হতে পারে। আয় বৃদ্ধি হবে। শত্রুদের পরাজিত করবেন। বাবার স্বাস্থ্য বিকার হতে পারে। অধিক পরিশ্রম করতে হবে। সন্তানের কষ্ট হবে।
ধনু- লেখালেখির কাজে ব্যস্ততা বাড়তে পারে। কোনও বন্ধুর সহযোগিতায় ব্যবসার সুযোগ পেতে পারেন। সম্পত্তিতে অর্থ লাভের সুযোগ পেতে পারেন। আয়ের নতুন উৎস বিকশিত হতে পারে।
মকর- কথাবার্তায় ভারসাম্য রাখুন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। বাণী কঠোর হবে। সন্তানের তরফে সুসংবাদ পাবেন।
কুম্ভ- চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ভিন্ন কোনও স্থানে যেতে পারেন। যাত্রার ব্যয় বাড়তে পারে। রাগ বেশি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি হবে। পরিবারের সঙ্গে ধর্মীয় স্থানের যাত্রায় যেতে পারেন।
মীন- পারিবারিক জীবন কষ্টে কাটবে। পড়াশোনার প্রতি সতর্ক থাকুন। আটকে থাকা টাকা লাভ করতে পারেন। শিল্প ও সঙ্গীতের প্রতি রুচি বাড়বে। মেজাজ খিটখিটে হবে। অযথা বিবাদে জড়াবেন না।