আজকের রাশিফল ১ মাঘ ১৫ জানুয়ারি
সঙ্গে শ্রী রাজর্ষি (স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষী ও রত্ন বিশারদ)

মেষ- যে কোনও চেষ্টা ফলদায়ী হবে। অন্যের সহযোগিতা লাভ করায় সাফল্য পাবেন। বাবার সাহায্য লাভ করবেন। আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন। সৃজনশী্ল চেষ্টার ফল পাবেন।
বৃষ- অজ্ঞাত ভয়ের কারণে দুশ্চিন্তায় থাকবেন। মনে নিয়ন্ত্রণ রাখুন। বাবা বা ধর্মীয় গুরুর সহযোগিতা লাভ করবেন। কাজে সাফল্য লাভ করবেন। স্বাস্থ্যের প্রতি উদাসীন থাকুন।
মিথুন- মনে চিন্তা থাকবে। স্বাস্থ্যের প্রতি উদাসীন থাকুন। অধীনস্থ কর্মচারী, ভাই বা বোনের সঙ্গে বিচারধারায় মতভেদ হতে পারে। প্রচেষ্টার ফল লাভ করবেন।
কর্কট- আর্থিক জীবনে সাফল্য লাভ করবেন। স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন। সন্তান ও শিক্ষা সংক্রান্ত বিষয়ে চিন্তা থাকবে। বুদ্ধি দিয়ে কাজ করলে তা পূর্ণ হবে।
সিংহ- উচ্চ আধিকারিকের সহযোগিতা লাভ করবেন। দাম্পত্য জীবন সুখে কাটবে। রোগ ও বিরোধীদের থেকে সাবধানে থাকুন। কোনও কাজ পূর্ণ হওয়ায় আত্মবিশ্বাস বৃদ্ধি হবে।
কন্যা- ব্যক্তিগত সুখে বিঘ্ন ঘটবে। বাবা বা কোনও উচ্চাধিকারিকের সহযোগিতা লাভ করবেন। শ্বশুরবাড়ির কারণে অবসাদের মুখে পড়তে পারেন। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন।
তুলা- আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। ব্যবসায় উন্নতি হবে। সৃজনশীল কাজে সাফল্য লাভ করবেন। প্রচেষ্টা সার্থক হবে। নতুন সম্পর্ক গড়ে উঠবে।
বৃশ্চিক- সাবধানে গাড়ি চালান। কোনও দামী জিনিস হারিয়ে বা চুরি হয়ে যেতে পারে। আর্থিক অবসাদ থাকবে। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন।
ধনু- স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন। ভাই-বোনের সহযোগিতা লাভ করবেন। সম্পর্কে মাধুর্য আসবে। পারিবারিক জীবন সুখে কাটবে। নতুন সম্পর্ক গড়ে উঠবে।
মকর- শ্বশুরবাড়ির কারণে অবসাদগ্রস্ত হয়ে পড়বেন। ধৈর্য ধরুন। কাজ পূর্ণ হবে। পারিবারিক জীবন সুখে কাটবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে।
কুম্ভ- আর্থিক বিষয় ঝুঁকি নেবেন না। বুদ্ধি দিয়ে কাজ করলে প্রচেষ্টা সার্থক হবে। জীবিকার ক্ষেত্রে উন্নতি হবে।
মীন- আপনার চেষ্টা সফল হবে। সন্তান বা শিক্ষার কারণে চিন্তিত থাকবেন। আর্থিক অবসাদ বাড়বে। অনাবশ্যক জটিলতা সম্ভব। ধৈর্য ধরে কাজ করুন, লাভ হবে।