Life Style

কেমন যাবে আজকের দিনটি : দেখে নিন একনজরে

১৬ই মে ২০২২ > সঙ্গে শ্রী রাজর্ষি (স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষী ও রত্ন বিশারদ)

শ্রী রাজর্ষি : রাষ্ট্রীয় মাটি বৈশাখ ২৫, শক সংবত ১৯৪৪, বৈশাখ, শুক্লা, চতুর্দশী, রবিবার, বিক্রম সংবত ২০৭৯। সৌর জ্যৈষ্ঠ মাসের প্রবেশ ০২, শাওয়াল ১৩, হিজরি ১৪৪৩ (মুসলিম), ইংরেজি তারিখ অনুসারে ১৫ মে ২০২২ খ্রিস্টাব্দ।

সূর্য উত্তরায়ণ উত্তর বৃত্ত, গ্রীষ্মকাল। রাহুকাল বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। চতুর্দশী তিথির পর পূর্ণিমা তিথির সূচনা হয় দুপুর ১২টা ৪৬ মিনিটে।

স্বাতী নক্ষত্র বিকেল ০৩.৩৫ মিনিটের পরে শুরু হয়, বিশাখা নক্ষত্র শুরু হয়, ব্যতিপাত যোগ শুরু হয় সকাল ০৯:৪৮ মিনিটে ভারায়ন যোগের পরে। দুপুর ১২:৪৬ টার পর শুরু হয় বনিজ করণ। তুলা রাশিতে দিনরাত চন্দ্র গমন করবে।

আজকের উপবাস উৎসব: শ্রী সত্যনারায়ণ ব্রত, শ্রী কূর্ম জয়ন্তী।

সূর্যোদয়ের সময় ১৫ মে ২০২২: ভোর ৫:৩০ মিনিট। সূর্যাস্তের সময় ১৫ মে ২০২২: সন্ধ্যা ০৭:০৫ মিনিট।

আজকের শুভ সময় ১৫ মে ২০২২:
সকাল ১১.৫০ টা থেকে ১২.৪৫ টা পর্যন্ত অভিজিৎ মুহুর্তা। বিজয় মুহুর্ত হবে দুপুর ০২:৩৩ থেকে ০৩.২৮ পর্যন্ত। নিশীথ কাল মধ্যরাত ১১.৫৭ টা থেকে ১২.৩৮ টা পর্যন্ত। সন্ধ্যা ০৬.৫১ টা থেকে ০৭.১৫ টা পর্যন্ত। অমৃত কাল সকাল ৭.২৮ টা থেকে ৮.৫৭ টা পর্যন্ত চলবে। রবি যোগ সন্ধ্যা ০৫:৩০ থেকে পরের দিন সকাল ৩.৩৫ পর্যন্ত।

আজকের অশুভ সময় ১৫ মে ২০২২:
সন্ধ্যা সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাহুকাল। গুলিক কাল বিকাল ৩.৩০ থেকে বিকাল ৪.৩০ পর্যন্ত থাকবে। দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত যমগন্ড থাকবে। দুর্মুহুর্তের সময় সন্ধ্যা ৫:১৬ থেকে ৬.১০ পর্যন্ত। ভদ্রা দুপুর ১২:৪৫ থেকে রাত ১১.২৭ পর্যন্ত।

আজকের প্রতিকার: আজ রবিবার। সূর্যদেবকে জল নিবেদন করুন এবং সাদা চন্দনের তিলক লাগান।

রাশিফল:

মেষ রাশি
পারিবারিক অশান্তির মধ্যে দিয়ে কাটবে আপনার আজকের দিনটি। আপনার অস্বাভাবিক আচরণে আপনার চারপাশের মানুষেরা বিভ্রান্ত হবেন। আপনিও হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। তাই অশান্তি এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।

বৃষ রাশি
আপনার অর্থলাভের কথা থাকলেও, তা কোনও কারণে আটকে যাবে বা বিলম্ব হবে। তবে মনের উচ্ছল অবস্থা আপনাকে কাঙ্খিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে। আপনাকে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে এই প্রতিকূলতা।

মিথুন রাশি
সুখকর হবে না দিনটি। এদিন বন্ধুদের এড়িয়ে চলুন। আজ অসৎসঙ্গে পড়ার সম্ভাবনা প্রবল। তার জেরে আপনি বিপদগ্রস্ত হতে পারেন। যৌথ ব্যবসায়ে এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না। নিকট কারও অভাব আপনাকে হতাশাগ্রস্ত করবে।

কর্কট রাশি
আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। শরীর ভালো যাবে না। অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে যেতে পারেন। তাই সাবধান থাকুন।শারীরিক অস্বস্তি কাটাতে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। কোনওভাবেই কালবিলন্ব করবেন না।

সিংহ রাশি
আপনি আজকের দিনে কর্ম পরিবর্তন করতে পারেন। নতুন জায়গায় কাজ আপনার লাভজনক হবে কি না, ভেবে এগোন। সৃজনশীল প্রকৃতির চাকরির সাথে নিজেকে জড়িত রাখুন। সবদিক ভেবে নিয়ে সিদ্ধান্ত নেবেন।

কন্যা রাশি
আপনার আজকের দিনটি খুব ভালো কাটবে না। বিষণ্ণতা আপনাকে গ্রাস করবে। অর্থ উপার্জন করবেন- কিন্তু খরচ বৃদ্ধির ফলে আপনার সঞ্চয় করা কঠিন হবে। পারিবারিক দায়বদ্ধতায় মনোযোগ দিন। কারও অবহেলা আপনাকে বিষণ্ণ করে তুলতে পারে।

তুলা রাশি
সামাজিক ক্ষেত্র থেকে শুরু করে অফিস-কাছারি কিংবা বাড়িঘর আপনার দায়িত্ব বৃদ্ধি হবে। আপনি দায়িত্ববোধের পরিচয়ও রাখবেন বিভিন্ন ক্ষেত্রে। আপনি অফিসেও এমন কিছু কাজ পেতে পারেন যা দায়িত্ব বোধের পরিচায়ক হবে

বৃশ্চিক রাশি
আপনার দিনটি শুভ যাবে। বিশেষ করে বিজ্ঞানী বা গবেষকদের জন্য দিনটি শুভদায়ক। আর্থিক অবস্থানে উন্নতির যোগ রয়েছে। আপনার প্রকল্পগুলির কার্যনির্বাহে বাধা এলেও ত কেটে যাবে অচিরেই।

ধনু রাশি
আজকের দিনে আপনার বিলাসিতার মাত্রা বৃদ্ধি পাবে। আত্মীয়দের সাথে সময় কাটাবেন। ভ্রমণযোগও রয়েছে এই দিনে। তবে এই সময়টা আপনার বিশেষ উপকারে আসবে। পরিবার-পরিজন, বন্ধু-স্বজন, আত্মীয়দের নিয়ে বেশ কাটবে দিনটি।

মকর রাশি
আজকের দিনে আপনার বন্ধুলাভ হবে। সৎবন্ধুর সাহচর্যে আসবেন আপনি। বিপদের সময়ে আপনাকে সাহায্য করতে যে বন্ধু অগ্রণী হবে। এ বন্ধু আপনার বিপদে আপনাকে আগলে রাখবে।

কুম্ভ রাশি
দিনটি বিশেষ শুভ নয়। পনি কারও দ্বারা প্রবঞ্চনার শিকার হতে পারেন। তাই সাবধানে পা ফেলুন। কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না। কর্মক্ষেত্রে সজাগ থাকুন। যে কোনওভাবে আপনার বিপদ আসতে পারে, আপনি ঠকতে পারেন, সাবধান।

মীন রাশি
দিনটি খুব ভালো যাবে না। আজ আপনার বিবাদ-যোগ রয়েছে। প্রতিবেশী কারও সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। সম্পত্তি সংক্রান্ত বিরোধ প্রবল হতে পারে।যদি সম্ভব হয় তাহলে নির্বিরোধীভাবে এটির সমাধান করার চেষ্টা করুন। আইনি হস্তক্ষেপ লাভজনক নাও হতে পারে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading