কেমন যাবে আজকের দিনটি : দেখে নিন একনজরে
৫ই মে ২০২২ > সঙ্গে শ্রী রাজর্ষি (স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষী ও রত্ন বিশারদ)

শ্রী রাজর্ষি : রাষ্ট্রীয় মাটি বৈশাখ ১৫, শক সংবত ১৯৪৪, বৈশাখ, শুক্লা, চতুর্থী, বৃহস্পতিবার, বিক্রম সংবত ২০৭৯। সৌর বৈশাখ মাসের প্রবেশ ২২, শাওয়াল ০৩, হিজরি ১৪৪৩ (মুসলিম), সেই অনুযায়ী ইংরেজি তারিখ ০৫ মে ২০২২ খ্রি. সূর্য উত্তরায়ণ উত্তর বৃত্ত, গ্রীষ্মকাল।
রাহুকাল বেলা ০১:৩০ থেকে বিকেল ৩টে পর্যন্ত। চতুর্থী তিথি সকাল ১০.০১ টা থেকে পঞ্চমী তিথি পর্যন্ত, মৃগাশিরা নক্ষত্র ০৬.১৬ টার পরে এবং অর্দ্র নক্ষত্র শুরু হয়।
ধৃতিমান যোগের শুরু সুকর্ম যোগের পর ০৬.০৬ পর্যন্ত। মিথুন রাশিতে দিনরাত্রিতে চন্দ্র গমন করবে।
সূর্যোদয়ের সময় ০৫ মে ২০২২: ০৫:৩৭ সকাল।
সূর্যাস্তের সময় ০৫ মে ২০২২: ০৬:৫৮ সন্ধ্যায়।
আজকের শুভ সময় ০৫ মে ২০২২:
বিজয় মুহুর্ত হবে দুপুর ০২:৩২ থেকে ০৩.২৫ পর্যন্ত। নিশীথ কাল রাত ১১:৫৬ থেকে মধ্যরাতে ১২:৩৯ পর্যন্ত চলবে। সন্ধ্যা ০৬:৪৫ থেকে ৭.০৯ পর্যন্ত। সকাল ১০.০৪ টা থেকে ১১.৫২ টা পর্যন্ত অমৃত কাল। রবি যোগ হবে সকাল ৫:৩৭ থেকে সকাল ৬.১৭ পর্যন্ত।
আজকের অশুভ সময় হল ০৫ মে ২০২২:
রাহুকাল দুপুর ০১:৩০ টা থেকে ৩ টা পর্যন্ত থাকবে। সকাল ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত যমগন্ড থাকবে। এরপর সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত গুলিক কল থাকবে। দুর্মুহুর্তের সময়কাল সকাল ১০:৪ টা থেকে ১০.৫৮ টা পর্যন্ত এবং এর পরে এটি বিকাল ৩:২৫ থেকে ০৪.১৮ পর্যন্ত হবে।
রাশিফল:
মেষ- কর্মক্ষেত্রে অ্যাফেয়ার শুরু হতে পারে। বন্ধুদের সঙ্গে ফোনে আলোচনা হবে। অচেনা ব্যক্তিদের থেকে সাবধানে থাকুন। অফিসে আপনার কাজের প্রশংসা হবে। কাজের চাপ কম থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
বৃষ- কারও সঙ্গে তর্ক হতে পারে। সহকর্মীদের থেকে রেগে যেতে পারেন। বাচ্চাদের সমস্যা দূর হবে। অর্থ লাভের সুযোগ পাবেন। ব্যবসায় লাভ হবে। সময়ের মধ্যে নিজের দায়িত্ব পূরণের চেষ্টা করুন। কোনও বন্ধুর সঙ্গে যাত্রায় যেতে পারেন।
মিথুন- অনর্থক আলোচনায় অংশগ্রহণ করে সময় নষ্ট করবেন না। কেরিয়ারের জন্য নতুন প্লান করতে পারেন। দম্পতি আনন্দে থাকবেন। ব্যবসায় চুক্তির প্রস্তাব পেতে পারেন। অফিসের কাজ বাড়িতে করতে হতে পারে।
কর্কট- আটকে থাকা কাজ পূর্ণ করতে অসমর্থ থাকবেন। স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। ভুল কাজের ফলে লোকসান হবে। সম্পত্তি বৃদ্ধি হবে। গাড়ি কিনতে পারেন। বিরোধীদের থেকে সাবধানে থাকুন। কষ্ট মুক্তি ঘটবে।
সিংহ- পরিজনদের বকাঝকার বিষয় খুব বেশি চিন্তাভাবনা করবেন না। আটকে থাকা কাজ পূর্ণ করার চেষ্টা করবেন। শুভ কাজে অংশগ্রহণ করবেন। দায়িত্ব পূরণে বন্ধুদের সহযোগিতা লাভ করবেন।
কন্যা- রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা সমস্যায় পড়তে পারেন। নেতিবাচক পারিবারিক পরিবেশ থাকবে। অফিসে প্রশংসা লাভ করবেন। কথাবার্তায় সাবধানতা অবলম্বন করুন। কর্মক্ষেত্রে নতুন জাতকদের সঙ্গে দেখা হবে। অধিক ব্যয় হবে।
তুলা- চাকরিতে পদোন্নতি হবে। নিজের অভাব দূর করার চেষ্টা করবেন। স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। কেরিয়ারে অবসাদ থাকবে। দাম্পত্য জীবনে অবসাদ থাকবে।
বৃশ্চিক- যাত্রার সময় সমস্যা হতে পারে। আয়ের চেয়ে বেশি ব্যয় করবেন না। ব্যবসায়িক গতিবিধি সময়ের মধ্যে পূরণ হবে না। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। কাজ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কাজ শুরু করবেন না। বিরোধীদের থেকে সতর্ক থাকুন।
ধনু- প্রেম নিবেদন করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ দূর হবে। জরুরি কাজ পূর্ণ হবে। অধিক ব্যয় হতে পারে। লগ্নির ফলে লাভ হবে। জমি-সম্পত্তির মামলায় বিবাদ হতে পারে।
মকর- ব্যবসায় ধন লাভের সম্ভাবনা রয়েছে। অন্যের সাহায্য করতে তৎপর থাকবেন। কাউকে নিজের কথা মান্য করানোর জন্য জোরজবরদস্তি করবেন না। বন্ধুর সঙ্গে তর্ক হতে পারে। পদোন্নতির খবর পাবেন।
কুম্ভ- স্বাস্থ্যের প্রতি গাফিলতি করবেন না। ধন লাভ হবে। দিন ভালো কাটবে। বিতর্ক এড়িয়ে চলুন। পরিবারের সঙ্গে সময় কাটাবেন। প্রেমীদের জন্য দিন ভালো।
মীন- অপ্রয়োজনীয় কাজে অধিক ব্যয় হবে। আকস্মিক যাত্রায় যেতে পারেন। কোনও কাজ শুরুর আগে পরিকল্পনা করে নিন। আধিকারিকরা আপনার প্রতি ক্ষুব্ধ হতে পারেন। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে। (সরাসরি যোগাযোগ শ্রী রাজর্ষির সাথে – ৯৩৩০৫ ১৭৯৩১ )