
শ্রী রাজর্ষি : আজকের পঞ্জিকা এক নজরে
রাষ্ট্রীয় মাটি চৈত্র ১৮, শক সংবত ১৯৪৪, চৈত্র শুক্লা, সপ্তমী, শুক্রবার, বিক্রম সংবত ২০৭৯। সৌর চৈত্র মাসের প্রবেশ ২৬, রমজান ০৬, হিজরি ১৪৪৩ (মুসলিম), ইংরেজি তারিখ অনুযায়ী ০৮ এপ্রিল ২০২২ খ্রি.
সূর্য উত্তরায়ণ, উত্তর গোলার্ধ, বসন্ত ঋতু। রাহুকাল সকাল ১০.৩০ পর্যন্ত। সপ্তমী তিথির পর অষ্টমী তিথি শুরু হবে রাত ১১.০৬ মিনিটে।
আদ্রা নক্ষত্রের পরে পুনর্বাসু নক্ষত্রের শুরু মধ্যরাতের পরে ০১.৪৩ পর্যন্ত, শোভন যোগের পরে অতীগন্ড যোগের শুরু সকাল ১০.৩০ পর্যন্ত।
গর করণের পর বিশেষ করণের শুরু সকাল ০৯:৫০ পর্যন্ত। মিথুন রাশিতে দিনরাত্রিতে চন্দ্র গমন করবে।
আজকের উপবাস উৎসব: দুর্গা সপ্তমী ব্রত।
সূর্যোদয়ের সময় ৮ এপ্রিল ২০২২: ০৬:০৪ সকাল
সূর্যাস্তের সময় ৮ এপ্রিল ২০২২: ০৬:৪৩ বিকেল
আজকের শুভ সময় ৮ এপ্রিল ২০২২:
অভিজিৎ মুহুর্তা রাত ১১.৫৮ থেকে ১২.৪৮ পর্যন্ত। বিজয় মুহুর্তা হবে দুপুর ০২.৩০ টা থেকে ০৩.২০ টা পর্যন্ত। নিশীথ কাল রাত ১২টা থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত। সন্ধ্যা ৬.৩০ থেকে ৬.৫৪ পর্যন্ত। অমৃত কাল দুপুর ২:২৮ থেকে বিকাল ৪:১৬ পর্যন্ত। সর্বার্থ সিদ্ধি যোগ সকাল ১:৪৩ টা থেকে মধ্যরাতের পরে ৬.০২ পর্যন্ত।
আজকের অশুভ সময় ৮ এপ্রিল ২০২২:
রাহুকাল সকাল ১০.৩০ টা থেকে ১২.০০টা পর্যন্ত। গুলিক কাল সকাল ৭.৩০ থেকে সকাল ৯.০০ টা পর্যন্ত থাকবে। বিকেল ৩.৩০ থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত যমগন্ড থাকবে। দুর্মুহুর্তের সময় সকাল ৮.৩৫ থেকে ৯.২৬। এরপর দুপুর ১২টা ৪৮ মিনিট থেকে দুপুর ১টা ৩৯ মিনিট পর্যন্ত। ভাদ্র রাত ১১.০৫ মিনিট থেকে ভোর ৬.০২ পর্যন্ত।
আজকের প্রতিকার: শুক্রবার সাদা খাদ্যদ্রব্য দান করুন এবং রাতে চাঁদ দেখুন।
রাশিফল
মেষ- মানসিক অবসাদ থাকবে। রাগ করবেন না। অর্থাভাব থাকবে। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন।
বৃষ- সন্তানের স্বাস্থ্যের অবনতি হতে পারে। পারিবারিক সমস্যা চিন্তিত করে তুলবে। মন অশান্ত থাকবে। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন। ভাই-বোনের সহযোগিতা লাভ করবেন। লাভের সুযোগ পাবেন।
মিথুন- জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। মন অশান্ত থাকবে। চাকরিতে স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ব্যয় বাড়বে। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। মায়ের কাছ থেকে অর্থ লাভ করবেন।
কর্কট- মন অশান্ত থাকবে। মেজাজ খিটখিটে থাকবে। ধৈর্য কমবে। পড়াশোনায় ব্যবধান আসতে পারে। ব্যয় বাড়বে। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। কর্মক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারেন। যাত্রায় যেতে পারেন।
সিংহ- আয় কমবে ও ব্যয় বাড়বে। ধর্মের প্রতি শ্রদ্ধা থাকবে। পারিবারিক সমস্যা চিন্তিত করে তুলবে। পারস্পরিক মতভেদ বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন। সঞ্চিত অর্থ কমবে। ভাইদের সহযোগিতা লাভ করবেন।
কন্যা- মানসিক অবসাদ থাকবে। চাকরিতে আধিকারিকদের সঙ্গে মতভেদ হবে। মেজাজ খিটখিটে থাকবে। পারিবারিক জীবন সুখে কাটবে। পরিবারের সঙ্গে যাত্রায় যেতে পারেন। কর্মক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখে পড়বেন।
তুলা- পড়াশোনায় রুচি বাড়বে। শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজে মান-সম্মান লাভ করবেন। ব্যবসায় অধিক পরিশ্রম করতে হবে। কিন্তু লাভ কমবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে।
বৃশ্চিক- পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় স্থানের যাত্রায় যেতে পারেন। অধিক পরিশ্রম করতে হবে। স্বাস্থ্যের যত্ন নিন। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। পড়াশোনায় সাফল্য আসবে।
ধনু- পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। মায়ের কাছ থেকে অর্থ লাভ করতে পারেন। পরিবারের মান-সম্মান বাড়বে। চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা ও ইন্টারভিউয়ে সাফল্য লাভ করবেন। আয় বৃদ্ধি হবে। ব্যবসার পরিস্থিতি সন্তোষজনক।
মকর- বাবার সান্নিধ্য ও সহযোগিতা লাভ করবেন। পরিবারে সুখ-শান্তি থাকবে। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। পরিবারে পারস্পরিক মনোমালিন্য থাকবে। ব্যয় বাড়বে। অর্থ লাভ করতে পারেন।
কুম্ভ- মনে হতাশা ও অসন্তোষ থাকবে। বাহন সুখে বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে অধিক পরিশ্রম করতে হবে। স্বাস্থ্যের যত্ন নিন। চিকিৎসায় ব্যয় বাড়বে। সম্পর্কে মাধুর্য থাকবে।
মীন- আর্থিক পরিস্থিতি উন্নত হবে। আটকে থাকা টাকা লাভ করবেন। স্বাস্থ্যের যত্ন নিন। চাকরিতে কঠিন পরিস্থিতির মুখে পড়বেন। অযথা বিবাদে জড়াবেন না।