আজকের রাশিফল ৬ পৌষ ২২ ডিসেম্বর
লেখক শ্রী রাজর্ষি (স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষী ও রত্ন বিশারদ)

লেখক শ্রী রাজর্ষি : মেষ রাশি- গবেষণা সংক্রান্ত কাজ থেকে আয় হতে পারে। শাসক দলের সহযোগিতা পাবেন। পারিবারিক জীবন সুখকর হবে। আত্মবিশ্বাস কম থাকবে। আত্মসংযত থাকুন। মনে একইসঙ্গে আশা এবং নৈরাশার অনুভূতি থাকবে। গাড়ির রক্ষণাবেক্ষণে খরচ বাড়তে পারে। মায়ের থেকে টাকা পেতে পারেন।
বৃষ রাশি- মন অশান্ত থাকবে। কোনও অজানা ভয়ের কারণে চিন্তিত থাকবেন। জীবনের কিছু ক্ষেত্রে কষ্ট হতে পারে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। বেশি রেগে যাবেন না। কথাবার্তার ক্ষেত্রে সংযত থাকুন। মেজাজ খিটখিটে থাকবে। চাকরিতে উন্নতির পথ প্রশস্ত হবে।
মিথুন রাশি- মনে একইসঙ্গে আশা এবং নৈরাশার অনুভূতি থাকবে। কথাবার্তায় মিষ্টভাব থাকবে। বাড়তি খরচ হবে। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। সন্তানের থেকে সুখবর পাবেন। দীর্ঘ যাত্রায় যেতে পারেন। কাঙ্খিত ফল পাবেন।
কর্কট রাশি- আত্মবিশ্বাস বাড়বে। মনে শান্তি থাকবে। পারিবারিক জীবন সুখময় হবে। ধৈর্য কম থাকতে পারে। ধর্মীয় কাজে ব্যস্ততা বৃদ্ধির সম্ভাবনা আছে। পুরনো বন্ধুদের সঙ্গে আবার সম্পর্ক স্থাপন হতে পারে। আটকে থাকা কাজ হবে। উন্নতির প্রশস্ত হবে।
সিংহ রাশি- মন অশান্ত থাকবে। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে ঘুরতে যেতে পারেন। গাড়ির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত খরচ বাড়তে পারে। সুস্বাদু খাবারের প্রতি আগ্রহ বাড়বে। জীবনের কিছু ক্ষেত্রে কষ্ট হতে পারে। বন্ধুর সহযোগিতা পাবেন। মিলবে সুখবর।
কন্যা রাশি- বাবার সান্নিধ্য পাবেন। পারিবারিক জীবন কষ্টকর হতে পারে। সুস্বাদু খাবারের প্রতি আগ্রহ বাড়বে। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। কোনও পুরনো বন্ধু আসতে পারেন। পোশাকের ক্ষেত্রে খরচ বাড়তে পারে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে সাফল্যের যোগ তৈরি হচ্ছে।
তুলা রাশি- রেগে যাবেন না। সংযুত থাকুন। বিবাদ এড়িয়ে যান। বাবা এবং মায়ের সহযোগিতা মিলবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে শুভ ফল মিলবে। পরিবারে দায়িত্ব বাড়বে। মানসিক শান্তি থাকবে। তবে কথাবার্তায় কঠোরতার ভাব আসতে পারে।
বৃশ্চিক রাশি- চাকরিতে পরিবর্তনের যোগ তৈরি হচ্ছে। পদোন্নতির সুযোগ মিলতে পারে। বদলির সম্ভাবনা আছে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। মেজাজ খিটখিটে থাকবে। আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন।
ধনু রাশি- শিক্ষা বা গবেষণা সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। অধিক পরিশ্রম করতে হবে। আয় বাড়বে। বন্ধুদের সহযোগিতা পাবেন। আত্মসংযত হওয়ার চেষ্টা করুন। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। পরিবারে ধর্মীয় কাজ হতে পারে।
মকর রাশি- মানসিক শান্তি থাকবে। তাও কথাবার্তার ক্ষেত্রে সংযত থাকুন। পরিবারে সুখ-শান্তি থাকবে। সম্পত্তি থেকে আয় হতে পারে। অধিক পরিশ্রম করতে হবে। মান-সম্মান বাড়বে। পড়াশোনায় আগ্রহ বাড়বে। শিক্ষা বা গবেষণা সংক্রান্ত কাজে সাফল্য মিলবে।
কুম্ভ রাশি- সংযত থাকুন। চাকরি পরিবর্তনের সম্ভাবনা আছে। অধিক পরিশ্রম করতে হবে। আত্মবিশ্বাস বাড়বে। আচমকা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে। শিক্ষা সংক্রান্ত কাজে সাফল্য মিলবে।
মীন- পারিবারিক জীবন সুখে কাটবে। পরিবারে মান-সম্মান লাভ করবেন। কোনও বন্ধুর সহযোগিতায় চাকরির সুযোগ পেতে পারেন। মনে হতাশা ও অসন্তোষ থাকবে। ব্যয় বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। আয়ের উৎস পাবেন।