
দেবশ্রী কয়াল : একটার পর একটা দুর্ঘটনা যেন লেগেই রয়েছে। আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী রইল এই বিষময় বছর। হিমাচল প্রদেশের রাজধানী শিমলায় ‘হোটেল ক্যাপিটাল'(Hotel Capital)-এ ঘটে বিধ্বংসী অগ্নিকাণ্ড। গতকাল বুধবার রাত ১১.১৫ মিনিট নাগাদ শিমলার কার্ট রোডের কাছে ‘হোটেল ক্যাপিটাল’-এ আচমকাই লেগে যায় আগুন(Fire Guts)। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা হোটেলের সর্বত্র ছড়িয়ে পড়ে। দ্রুত খবর পাঠানো হয় দমকলে। খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ৩টি ইঞ্জিন।
কিন্তু ততক্ষনে আগুনের লেলিহান শিখায় পুড়ে চাই হয়ে গিয়েছে হোটেলের তিনটি রুম। যদিও, এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই এখনও পর্যন্ত। তবে এই অগ্নিকাণ্ডের জেরে হোটেলের প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে এদিন আগুন কীভাবে লেগেছে তার প্রকৃত কারন এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে, পৃকৃত কারন খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।
পুলিশ ও দমকল সূত্রে জানা যাচ্ছে, গতকাল বুধবার রাত ১১.১৫ মিনিট নাগাদ শিমলার কার্ট রোডের কাছে ‘হোটেল ক্যাপিটাল’-এ ভয়াবহ আগুন লাগে। রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলতে থাকে ওই হোটেল। খবর পাওয়ার কিছুক্ষনের মধ্যেই আগুন নেভাতে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় দু’ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। তবে, আগুনের লেলিহান শিখায় হোটেলের তিনটি রুম পুড়ে গিয়েছে। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া আরও কোনো কিছু ক্ষতি হয়েছে কী না তা দেখা হচ্ছে, তবে অগ্নিকান্ডে হতাহতের কোনো খবর নেই।