১৪৪ ধারায় কল্যাণ কি ভাবে রিষড়ায়। সুকান্ত কে বাঁধা কি ভাবে ?
রিষড়ার ঘটনার আক্রান্তদের দেখতে সুকান্তকে থামিয়ে দেওয়া হল। চন্দননগর পুলিশ ১৪৪ ধারার কথা বললে উত্তেজনা চরমে !

নিজস্ব সংবাদদাতা : গত দুদিনের সেমিফাইনাল খেলতে গিয়ে আজ যেন বেশ প্রস্তুত বিজেপি । বেরিকেট দখলের লড়াইয়ে বিজেপি বনাম চন্দন নগর পুলিশ। সুকান্ত মজুমদার কলকাতা থেকে রিষড়ার পথে এগোনোর কথা জানতে পারে গতকাল রাতেই , সেই মত চন্দন নগর পুলিশ সাতসকালেই তৈরি থাকলেও আন্দাজ করতে পারেনি স্থানীয় বিজেপির নেতা সমর্থক বেশ তৈরি হয়ে পথে নেমেছেন।
কোন্নগরের স্থানীয় মানুষজন প্রায় আচমকা অঘোষিত বন্ধের সামনে বেশ খানিকটা বেসামাল। চৌরাস্তার মোরে অধিকাংশ দোকান বন্ধ, সকালের বাজার ১০টার মধ্যে শেষ হয়েগেছে। কোন্নগর রেল স্টেশনে বেশ পুলিশি পাহারা , বাসস্ট্যান্ডে বিশেষ ফোর্স দাঁড়িয়ে আছে। নজর রাখছে হোম ডিপার্টমেন্ট , যদি প্রয়োজন হলে তাহলে পূর্ণ শক্তিতে পাশের জেলার ফোর্স তৈরি আছে এমনি সূত্রের খবর।
রাজনৈতিক মহলের মতামত যে , একই আইনে দু-ধরণের সিদ্ধান্ত কি ভাবে হতে পারে। যেখানে ১৪৪ ধারা ঘোষণা মানে কেউ-ই আইনের উর্দ্ধে নয়। অভিযোগ এই ধরণের যে, পর পর দুদিন-ই তৃণমূলের মন্ত্রী ও সাংসদ ১৪৪ ধারা সত্তেও নির্দিষ্ট অঞ্চলে যেতে পেরেছেন পুলিশি পাহারায়। এই নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন বিরোধী দলনেতা।
এর পাশাপাশি হাওড়া, হুগলি এবং উত্তর দিনাজপুরে অশান্তির ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, বুধবারের মধ্যে ওই রিপোর্ট এবং নজরদার (সিসি) ক্যামেরার ফুটেজ আদালতে জমা দিতে হবে।