নিয়োগের এই দুর্নীতি আর কতদিন? বিক্ষোভে সরব বামপন্থী পড়ুয়ারা
এসএসসি নিয়োগ নিয়ে সরগরম বামপন্থী ছাত্র ছাত্রীদের সংগঠন

তিয়াসা মিত্র : এসএসসি গ্রূপ D পরীক্ষার জালিয়াতির ও দুর্নীতির বিরুদ্ধে অভিযানে নেমে পুলিশি ‘অত্যাচারে’র মুখে পড়লেন বাম পন্থী পড়ুয়ারা। বুধবার এই ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করে সল্টলেকে এর এসএসসি ভবনের সামনে। সল্টলেকে এসএসসি ভবনের সামনে দু’পক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা। ভবনে প্রবেশের মুখে তাঁদের আটকায় পুলিশ।
পুলিশের ব্যারিকেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে তরুণ তরুণীদের দল আর সেখানেই শুরু হয়ে ধস্তাধস্তি। এই দলের নেত্রী মীনাক্ষী মুখার্জী এবং নেতা সৃজন ভট্টাচার্য দুজনের সাথেও শুরু হয়ে পুলিশের এক হাত। পরিস্থিতি হাথের বাইরে যাচ্ছে দেখে পুরো মিচিলকেই গ্রেপ্তার করে বিধাননগর পূর্ব থানার পুলিশ। বুধবার দুপুর নাগাদ মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্যরা করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল শুরু হয়। প্রচুর কর্মী, সদস্যরা জমায়েত করেছিলেন মিছিলে।
এই ছাত্রছাত্রীদের বক্তব্য ছিল তারা এসএসসি ভবনে তাঁরা স্মারকলিপি জমা দিতে চান। এবং এই ঘটনা কেন্দ্র করে শুরু হয়ে বিক্ষোভ এবং পুলিশের সাথে হাতাহাতি। এই মতো কারণে একজন যুবক ঘটনাস্থলে আহত হয়ে পরে।