তৃণমূলের জন্য উত্তরপ্রদেশে আসনের দাবি, বৈঠক হতে পারে কিরণময় এবং মমতার মধ্যে
তবে কি এবারের চেষ্টা উত্তরপ্রদেশের মাটি?

তিয়াসা মিত্র : মঙ্গলবার মমতার সাথে সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দের একটি বৈঠক হতে পারে বলে সূত্রে খবর পাওয়া গেছে। এই বৈঠকে মমতাকে উত্তরপ্রদেশ গিয়ে বিজেপি-র বিরুদ্ধে প্রচার করার অনুরোধ করতে পারেন অখিলেশ যাদবের দূত কিরণময়। তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, বৈঠকে সমাজবাদি পার্টির থেকে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে নিজেদের জন্য আসন দাবি করতে পারেন মমতা।
২০২১-এর বিপুল ভোটে জয়ী হওয়ার পর নবান্নে রাজ্ শুরু করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবং তারপর থেকেই ভিন রাজ্যে নিজের দল গঠনের কাজে নিমজ্জিত হন তিনি। সেই পর্যায়ে ত্রিপুরার পুরভোট তো বটেই, গোয়া বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে জোড়াফুল। এ বার উত্তরপ্রদেশের ভোটে অংশ নিতে চায় তৃণমূল। এর আগেও উত্তরপ্রদেশে তৃণমূল বিধায়ক ছিল তবে পরে আর থাকেনি রাজনৈতিক কারণে। এ বার ফের তৃণমূলের কাছে সপা-র সঙ্গে জোট বেঁধে ভোটে লড়াই করার সুযোগ এসেছে।