Big StoryTech

দীপাবলির আগে বিরাট পরিবর্তন, নয়া নাম ফেসবুকের

হোয়াটসঅ্যাপ, ইনস্ট্রাগ্রাম কোনো পরিবর্তন হয়েছে না

বনিতা রায় : বিশ্বকে সারা জাগানো বড় ঘোষণা বদলে দিলেন সংস্থার নাম মার্ক জুকারবার্গের। তিনি জানালেন, ‘ফেসবুক এখন থেকে মেটা।’ হঠাৎই সোশ্যাল মিডিয়া জায়েন্ট ফেসবুকের নাম পরিবর্তনে বিশ্বকে অবাক করেছে। বৃহস্পতিবার একটি লাইভ স্ট্রিমিংয়ে নাম পরিবর্তনের কথা ঘোষণা করেন মার্ক জুকারবার্গ। তিনি বলেন যে, মেটাভার্সে গোপনীয়তা এবং নিরাপত্তা তৈরি করা অত্যন্ত দরকার। এখন এই সংস্থা এমন এক মেটাভার্স তৈরি করতে চলেছে, যেটি আদতে এক ভার্চুয়াল পৃথিবীর মত হবে। শুধু যে নাম পরিবর্তন তাই নয় পাশাপাশি প্রায় ১০ হাজার নতুন লোক নিয়োগের প্রস্তুতি শুরু হয়েছে সংস্থায়।

প্রসঙ্গত উল্লেখ্য, সাম্প্রতিককালে বার বার সমালোচনার মুখে পড়তে হয়েছে ফেসবুককে। ব্যবহারকারীদের ডেটা সুরক্ষিত থাকছে না এমনই অভিযোগ উঠেছে। ফলে স্বাভাবিকভাবেই ফেসবুক নিয়ে ক্ষোভ বাড়ছে। কয়েকদিন আগে দেশে কয়েক ঘণ্টার জন্য হঠাৎই বন্ধ হয়ে যায় ফেসবুক। যার ফলে বহু মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হয় এর ফলে অস্বস্তিতে পড়েছিল ফেসবুক। পরে সংস্থার তরফে ক্ষমাও চাওয়া হয়। নাম বদলের পাশাপাশি সংস্থার পক্ষ থেকে পুরনো প্রতীক চিহ্নও বদলে ফেলা হয়েছে। আগের লাইক চিহ্ন বদলে আনা হয়েছে নতুন প্রতীক। কয়াক্লিফোর্নিয়ার মেনলো পার্ক হেড-কোয়ার্টারে এই নতুন প্রতীক চিহ্ন বসানো হয়েছে। কিন্তু মার্ক-জুকারবার্গের মূল প্রতিষ্ঠানের নাম মেটা করা হলেও অন্য অ্যাপ যেমন – হোয়াটসঅ্যাপ,ইনস্ট্রাগ্রাম-এর নামের কোনও পরিবর্তন হচ্ছে না।

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: