বৃষ্টির রাতে অন্তসত্তাকে রক্ত দিতে এগিয়ে এলেন দার্জিলিং-এর এসপি সনৎ সিংহ
আমি রক্তের মূল্য জানি। এই বি-নেগেটিভ রক্ত খুব বিরল - এসপি সনৎ সিংহ

তিয়াসা মিত্র : আবারো আমরা সাক্ষী হলাম পুলিশ অফিসার-এর মানবিক দিক প্রকাশের। রাতের বেলা অস্ত্রোপচারের টেবিলে রক্তের প্রয়োজন অন্তঃসত্ত্বা মহিলার। রক্ত দিতে এগিয়ে এলেন পুলিশ সুপার। পুলিশ সূত্রে খবর, রাত্রি ৯.৩০ নাগাদ দার্জিলিং-এর স্থানীয় একটি নার্সিংহোমে একজন অন্তঃসত্ত্বা মহিলার প্রসবের জন্য অস্ত্রোপচার চলছিল। আর সেই পরিস্থিতিতে রক্ত প্রযোজন হয়ে পরে কিন্তু বিপত্তি , ওই মহিলার রক্তের গ্রূপ ছিল বি-নেগেটিভ এবং দার্জিলিঙে সেই বিরল রক্তের শ্রেণী নেই বললেই চলে।
সেই মতো অবস্থাতে নথি তথ্য ঘেটে জানা যায়, দার্জিলিংয়ের এসপি অফিসারের সেই ব্লাড গ্রপ এবং তাকে খবর দেওয়া হয়। সনৎ সিংহ সেই সময়ে তার ডিউটি শেষে বাড়ি এসে নৈশহার সারছিলেন। ঠিক এই সময় হাসপাতাল থেকে তাঁর কাছে পুরো বিষয়টি জানিয়ে একটি ফোন করা হয়। সনৎ তৎক্ষণাৎ হাসপাতালে যান এবং কর্মীরা দ্রুত রক্ত নেওয়ার ব্যবস্থা করেন। সন্তোষে এই পদক্ষেপের প্রশংসায় পঞ্চমুখ চিকিৎসক এবং মহিলার পরিবারের সদস্যরা। সন্তোষ বলেন, “আমি রক্তের মূল্য জানি। এই বি-নেগেটিভ রক্ত খুব বিরল। এই গ্রুপের রক্তের জোগান কম। তাই আমি নিজেই রক্ত দিতে এসেছি। এটা আমার কর্তব্য এবং এর চেয়ে বেশি কিছু নয়।”