Entertainment

” মানিকে মাগে হিতে তে থেকে টি সিরিজ” সফলতার শিখরে সিংহলি গায়িকা ইয়োহানি

একটা গান আমার জীবন এ ভাবে পাল্টে দেবে ভাবতেই পারিনি - ইয়োহানি

তিয়াসা মিত্র : তার এক গানে রাতারাতি ভাইরাল। পার্টি হোক কিনবে একলা বসে সময়ে কাটানো ” মানিকে মাগে হিতে ” গানটি যে কেউ শোনেনি এরকম খুঁজে পাওয়া দুস্কর। সেই গানের গায়িকা ইয়োহানি আজ টি সিরিজে-এর সাথে চুক্তি বদ্ধ হলেন। নতুন প্রতিভা খুঁজে আনায় বরাবরই জুড়ি মেলা ভার টি সিরিজের।

ভূষণ কুমারের আমলে ইদানীং জনপ্রিয় বহু শিল্পীই গাইছেন এই সংস্থার হয়ে। তালিকায় রয়েছেন গুরু রন্ধওয়া, জুবিন নওটিয়াল, হানি সিংহ, পায়েল দেব প্রমুখ। তাতেই নবতম সংযোজন ইয়োহানি। তাঁর হাত ধরেই দেশের গণ্ডি পেরিয়ে এ বার বিদেশের প্রতিভাশালী গায়কদেরও দলে টানা শুরু করল টি সিরিজ। ইয়োহানিকে টি সিরিজের মুখ হিসেবে পেয়ে খুশি ভূষণ। তাঁর কথায়, “বরাবরই গানের দুনিয়ায় নতুন ধারা তৈরিতে সামিল হয়ে এসেছি আমরা। আশা করি ইয়োহানির মতো তরুণ প্রজন্মের প্রতিভাশালী শিল্পীদের সঙ্গে পেয়ে শ্রোতাদের দুর্দান্ত সব গান উপহার দিতে পারব।”

ভারতের অন্যতম জনপ্রিয় মিউজিক লেবেলের চুক্তিপত্রে সই করে আপ্লুত ইয়োহানি নিজেও। গায়িকা বলেন, “ভূষণ কুমারের মতো বিশিষ্ট মানুষ এবং টি সিরিজের মতো এত নামী সংস্থার হয়ে গাওয়ার সুযোগ মেলা যে কোনও শিল্পীর কাছেই স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমি দারুণ খুশি, উত্তেজিত এবং কৃতজ্ঞ। একটা গান আমার জীবন এ ভাবে পাল্টে দেবে ভাবতেই পারিনি।”

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: