গোয়া কংগ্রেসকে কটাক্ষ তৃণমূল মুখপাত্রের, অভিযোগ দ্বিচারিতার
আমি গত ২৪ ডিসেম্বর দুপুর দেড়টায় দিল্লিতে চিদম্বরমের বাড়ি গিয়েছিলাম- পবন বর্মা

তিয়াসা মিত্র : গোয়া কংগ্রেস-এর বিরুদ্ধে এবার সরাসরি মুখ খুললেন তৃণমূল-এর মুখপাত্ররা। শুক্রবার তৃণমূলের মুখপত্রের সম্পাদকীয়তে এই অভিযোগ তুলে লেখা হয়েছে, ‘রাজ্যে রাজ্যে তৃণমূল যাচ্ছে কংগ্রেসের ভোট কাটতে। কী অদ্ভূত কথা। আর এই খানেই কংগ্রেসের দ্বিচারিতার মুখোশ টেনে খুলে দিলেন অভিষেক।’ গোয়াতে বিধান সভা ভোটার আগে বিজেপি-বিরোধী লড়াইয়ে কংগ্রেসের সদিচ্ছা নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সহ-সভাপতি পবন বর্মা।
পবন বর্মা বলেন , ” আমি গত ২৪ ডিসেম্বর দুপুর দেড়টায় দিল্লিতে চিদম্বরমের বাড়ি গিয়েছিলাম। জানিয়েছিলাম, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় বিজেপি-র বিরুদ্ধে শক্তিশালী বিরোধী জোট গড়ার পক্ষে। তাঁকে সুনির্দিষ্ট প্রস্তাবও দিয়েছিলাম।’’ আবার ওপর দিকে পানাজিতে সাংবাদিক বৈঠকে তৃণমূল এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী বলেন ,”জোট নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে কংগ্রেস। চিদম্বরমকে সম্মান করি, কিন্তু তিনি মানুষকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছেন। উনি বিশিষ্ট আইনজীবী। যদি পবন অসত্য অভিযোগ করেন, তবে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করতে পারেন।’’