” ধন্যবাদ প্রধান মন্ত্রী মোদীকে ” কিভ থেকে ভারতীয় দূতাবাসের সাহায্যে উদ্ধার পাকিস্তানী ছাত্রী আসমা
" আমি ভারতের প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাতে চাই। আশা করছি আমরা খুব শীঘ্রই সুরক্ষিত ভাবে নিজেদের বাড়ি ফিরে যাব।"- আসমা শফিক

তিয়াসা মিত্র : ইতি মধ্যেই বহু পড়ুয়াকে ইউক্রেন থেকে নিজ বাসভূমিতে ফিরিয়ে আনার দায়িত্ব পালন করেছেন দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। তারই সাথে ফিরে এসেছে পাকিস্তানের এক তরুণী আসমা। তিনি ভারতের মাটিতে নেমে প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করেছেন মোদী কে।
ভারতীয় দূতাবাসের সাহায্যে কিভ থেকে বেরিয়ে আসেন মহিলা পড়ুয়া আসমা শাফিক। কিভের সীমানা পেরিয়ে একটি ভিডিয়ো বার্তায় তিনি জানান, ‘‘ইউক্রেনের কঠিন পরিস্থিতির মুখ থেকে বের করে আনতে সাহায্য করার জন্য আমি কিভের ভারতীয় দূতাবাসের কাছে খুবই কৃতজ্ঞ। পাশাপাশি আমি ভারতের প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাতে চাই। আশা করছি আমরা খুব শীঘ্রই সুরক্ষিত ভাবে নিজেদের বাড়ি ফিরে যাব। ” আসমা এবং তাঁর মতো আরও অনেক পড়ুয়া এখন ইউক্রেনের পশ্চিম সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে। সেখান থেকেই তারা যুদ্ধের কবলে পড়া দেশ থেকে বেরিয়ে নিজের নিজের দেশের দিকে পাড়ি দেবে।
পাশাপাশি বুধবার কিভ-মস্কো সঙ্ঘাত ১৪ দিনে পা দিল। ইউক্রেনের উত্তর-পূর্বের শহর সুমিতে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া ৬৯৪ জন ভারতীয় পড়ুয়ার পর প্রত্যেককে উদ্ধার করা হয়েছে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হরদীপ সিংহ পুরী। তিনি বলেন, ‘‘সোমবার রাতেই সুমি শহর থেকে ভারতীয় পড়ুয়াদের বাসে তুলে পলতাভা শহরে পাঠানো শুরু হয়েছিল। আমি নিজে কন্ট্রোল রুমে যোগাযোগ করেছিলাম। আজ ৬৯৪ জনকেই সুমি থেকে উদ্ধার করা হয়েছে।’’