ICC World Cup 2019 নজর আজকে
সেঞ্চুরির হ্যাটট্রিক হিটম্যানের, সাঙ্গাকারাকে টপকে সচিনকে ছুঁলেন রোহিত

১) বিশ্বকাপে সেঞ্চুরির হ্যাটট্রিক হিটম্যানের। ইংল্যান্ড, বাংলাদেশের পর শ্রীলঙ্কার বিরুদ্ধেও শতরান রোহিত শর্মার।
২)শ্রীলঙ্কার বিরুদ্ধে লিডসে ৯২ বলে ১০২ রান করতেই মাইলস্টোন স্পর্শ করছেন রোহিত শর্মা।
৩) ২০১৯ সালে বিশ্বকাপে আটটি ইনিংসে পাঁচটি সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। এক বিশ্বকাপে সর্বাধিক শতরানের মালিক হলেন রোহিত।
৪) এক বিশ্বকাপে চারটি সেঞ্চুরি করার রেকর্ড ছিল একমাত্র শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার। চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেই
সাঙ্গাকারাকে স্পর্শ করে ফেলেন রোহিত। লঙ্কানদের বিরুদ্ধে সেঞ্চুরি করে সাঙ্গাকারার রেকর্ড ভেঙে এক বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরির নজির
গড়লেন হিটম্যান।
৫) ১৯৯২ থেকে ২০১১। ৬টি বিশ্বকাপে সচিন ৬টি সেঞ্চুরি করেছেন। ২০১৫ এবং ২০১৯ দুটি বিশ্বকাপে রোহিতের সেঞ্চুরির সংখ্যা এখন ৬টি। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করে সচিনকে ছুঁয়ে ফেললেন রোহিত।
হিটম্যান’-এর ঝুলিতে এক বিশ্বকাপে পাঁচ-পাঁচটি সেঞ্চুরি করার বিরল নজির এখন। সেঞ্চুরি করেছিলেন তিনি চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে । এ দিন তাঁর ব্যাট কথা বলল পাকিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশের পরে শ্রীলঙ্কার বিরুদ্ধেও । লিডসের আনাচকানাচে যাওয়ার আগে ছড়িয়ে দিলেন মণিমুক্তো১০৩ রান করে ফিরে ।
২২ গজে কি হল ?
১) শুরুটা দুরন্ত করেন রোহিত ও রাহুল ,
২) শ্রীলঙ্কার করা ২৬৪ রানের জবাব দিতে নেমে ।
৩) দুই ভারতীয় ওপেনার ওপেনিং জুটিতে ১৮৯ রান জোড়েন।
৪) এ দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে।
৫) প্রথম থেকেই বিপর্যয় নামে শ্রীলঙ্কার শিবিরে। করুণারত্নেকে ১০ রানে ফিরিয়ে প্রথম ধাক্কাটি দেন যশপ্রীত বুমরা।
৬) শ্রীলঙ্কার রান তখন মাত্র ১৭।
৭) কুশল পেরেরাও (১৮) বুমরার শিকার হন।
৮) ফার্নান্দো (২০) ও মেন্ডিসকে (৩) দ্রুত ফিরিয়ে দেন পাণ্ড্য ও জাডেজা।
৯) তার পরে ম্যাথিউজ ও থিরিমানে শ্রীলঙ্কার ইনিংস গোছানোর কাজ শুরু করেন।
১০) ১২৪ রানের পার্টনারশিপ গড়েন দু’ জনে।
১১) থিরিমানে ব্যক্তিগত ৫৩ রানে কুলদীপ যাদবের বলে আউট হলেও ম্যাথিউজ অবিচলিত থেকে যান।
১২) ১১৩ রানে বুমরার বলেই আউট হন তিনি। শুরুতে শ্রীলঙ্কার চার-চারটি উইকেট দ্রুত তুলে নিলেও ৫০ ওভারের শেষে শ্রীলঙ্কা করল ৭ উইকেটে ২৬৪ রান।