যোগীর রাজ্যে ১১২ নম্বরে ফোন করলেই মিলবে গরুর জন্য আম্বুলেন্সের পরিষেবা
রাজ্যে এখনই এ কাজে নামতে তৈরি ৫১৫টি অ্যাম্বুলেন্স

সায়ন দেবসিংহ : ২০২২ এ বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে। এবার গরুদের জন্যও পরিষেবা মিলবে বলবে জানালেন যোগী সরকার। গরুদের জন্য এবার অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা উত্তরপ্রদেশে । রবিবার এই কথা জানালেন পশুপালন, মত্স্যসম্পদ এবং দুগ্ধশিল্প দপ্তরের মন্ত্রী লক্ষ্মীনারায়ণ চৌধরি।
উত্তরপ্রদেশের মন্ত্রী জানালেন, সারা ভারতে এই প্রথমবার এমন কোনও পরিষেবা চালু হতে চলেছে। যাঁরা গবাদি পশু পালন করেন, ২৪ ঘণ্টা এই পরিষেবার সুবিধা পাবেন । রাজ্যে এখনই এ কাজে নামতে তৈরি ৫১৫টি অ্যাম্বুলেন্স। পশুপালককে স্রেফ ১১২ নম্বরে ফোন করে খবর দিতে হবে। তাতেই আধঘন্টার মধ্যে চলে আসবে অ্যাম্বুলেন্স। তাতে চেপে দুই সহকারীকে নিয়ে আসবেন এক পশু চিকিত্সক। অসুস্থ গবাদি পশুর চিকিত্সা করা যাবে দ্রুত। এই পরিষেবা নিয়ে কোনও অভিযোগ থাকলে তাও দায়ের করা যাবে। এর জন্য খোলা হচ্ছে একটি কল-সেন্টার।