পরীক্ষা বাড়ার পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে, রাজ্যে ৮০০ পার
একদিনে মৃত্যুর হার বেশ কিছুটা কম

বনিতা রায় : গত কয়েকদিনে করোনার গ্রাফ কখনো বাড়ছে আবার কখনো কমছে। নমুনা পরীক্ষা বাড়ার সাথে সাথেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। গতকাল রাজ্যে ৭০০ পার করেছিল তা গত ২৪ ঘন্টায় রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৮০০ পার করল। বুধবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৮০৩ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। কলকাতায় মৃত্যু হয়েছে ৪ জনের। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৯ হাজার ১৯ জনের। পজিটিভি রেট ২.০৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৮১১ জন সুস্থ হয়েছেন রাজ্যে। সক্রিয় রোগীর সংখ্যা ৭,৮৯৪।
স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ৪৪ হাজার ৮৮২ জন। সুস্থ হয়েছে ৩ কোটি ৩৯ লক্ষ ৪৭ হাজার ৬৬২ জন। মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৬ হাজার ৯৮০ জন। একদিনে আক্রান্তের সংখ্যা না কমলেও মৃত্যুর হার বেশ কিছুটা কম।