যাদবপুরে অটো টেম্পো মুখোমুখি, সংঘর্ষে আহত ৫ জন
টেম্পো-এর সামনে চাকা ফেটে যেতে লাগাম ছাড়া হয়ে ধাক্কা মারে অটোতে

তিয়াসা মিত্র : যাদবপুর এলাকাতে এক অটো এবং টেম্পো-এর মুখোমুখি সংঘর্ষে আহত হলো ৫ জন। পথচারীরা তাদের যুদ্ধ করে ভর্তি করেন যাদবপুরের একটি বেসকারি হাসপাতালে। তাদের অবস্থা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলেই খবর সূত্র থেকে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে , শুক্রবার সকাল ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে সুকান্ত সেতুর উপরে সন্তোষপুরের দিকে যাওয়ার মুখে। একটি চার চাকার টেম্পো যাদবপুরের দিকে যাচ্ছিল। অন্য দিকে, যাদবপুরের দিক থেকে মুকুন্দপুরগামী অটো সেতুর মুখে এসে দাঁড়ালে গাড়িটি সরাসরি ধাক্কা মারে অটোতে। এই ঘটনায় অটোর চালক এবং পিছনে ডান দিকে বসা এক যাত্রীর হাত ভেঙে যায়। বাকি অন্য দুই যাত্রীর হাঁটুতে চোট লেগেছে, দুর্ঘটনার ফলে কিছুক্ষণ এলাকায় যানজট হয়। পরে ট্রাফিক পুলিশ এসে গাড়ি দু’টিকে সরিয়ে নিয়ে যায়। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ছোটা হাতির সামনের চাকা ফেটে যাওয়ায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোতে ধাক্কা মারে।