Big Story

কিশোর কিশোরীদের প্রতিষেধক প্রদানে রাজ্যের অধিকাংশ এগিয়ে কলকাতা পিছিয়ে

কোলকাতাতে টিকা করণ হয়েছে মাত্র ৩৬ শতাংশ

তিয়াসা মিত্র : সাম্প্রতিক অনেক প্রতিবেদনে আমরা দেখেছি করোনা গ্রাফ উর্দ্ধমূর্খী হওয়ার জন্য দেশে যে সব শহর এগিয়ে ছিল তারমধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেই কলকাতাতেই ১৫-১৮ বছর বয়সি স্কুলপড়ুয়াদের করোনা প্রতিষেধক দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত খারাপ ফল সামনে এসেছে। টিকা দেওয়ার ক্ষেত্রে অন্য সমস্ত জেলার থেকে পিছিয়ে আমার কলকাতা। রাজ্যে ৩-রা জানুয়ারী থেকে শুরু হয়েছে প্রতিষেধক দেওয়ার কর্মসূচি। সেই দিন থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত প্রতিষেধক প্রাপ্তির হারে সব চেয়ে খারাপ ফল করা স্বাস্থ্যজেলাগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। এখানে ১৫-১৮ বছরের পড়ুয়াদের মাত্র ৩৬ শতাংশ এখনও পর্যন্ত প্রতিষেধক পেয়েছে।

এর মধ্যে সব বেশি খারাপ ফল রয়েছে পশ্চিম বর্ধমান। সেখানে প্রতিষেধক প্রাপকের হার মোটে ২৮ শতাংশ। অন্য দিকে, কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে ওই বয়সিদের ৪১ শতাংশ প্রতিষেধক পেয়েছে। কলকাতার মতন প্রগতিশীল শহরে এই ধরণের ফলাফল সত্যি আশ্চর্যের। যেখানে এই রাজ্যের অন্নান্ন জেলা কলকাতাকে ছাপিয়ে গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে ১৫-১৮ বছর বয়সি পড়ুয়াদের ৫৩ শতাংশ প্রতিষেধক পেয়েছে। সেখানে অনেক স্বাস্থ্যজেলাই একক ভাবে ৬৫-৭৩ শতাংশ পড়ুয়াকে প্রতিষেধক দিয়ে ফেলেছে। অথচ, কলকাতা দিতে পেরেছে মাত্র ৩৬ শতাংশকে! মাত্র একটি জেলা ছাড়া সংব জেলা কলকাতার থেকে এগিয়ে গেছে টিকাকরণে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: