
বনিতা রায় : বাড়ছে কখনো আবার কখনো কমছে স্বস্তির পরিবর্তনে বাড়ছে উদ্বেগ। করোনা অতিমারিতে গত ২৪ ঘন্টায় দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়ছে। একদিনে দেশে প্রাণ হারিয়েছেন পাঁচ জন সবমিলিয়ে দেশে করোনার মারা গেছেন ২৭ হাজার ৯১২ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে পাওয়া খবর অনুযায়ি, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২২১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৭২ হাজার ১২৭ জনে।গত দুই সপ্তাহে করোনায় সারা বিশ্বে এক লক্ষ থেকে বেশি মানুষ মারা গেছে। এই মরনরোগে মৃত্যু সাড়ে ৫১ কোটি ছাড়িয়েছে। এখনও পর্যন্ত সারা বিশ্বে মারা গেছে ৫১ লাখ ৪ হাজার ৯১ জন। আক্রান্ত হয়েছে মোট ২৫ কোটি ৩২ লাখ ৪ হাজার ৪৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ২২ কোটি ৮৯লাখ ৯৩ হাজার ৭৭৬ জন।
করোনা তালিকার শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখনও পর্যন্ত এখানে আক্রান্ত হয়েছে ৪ কোটি ৭৮ লাখ ৩৪ হাজার ৮১০ জন। মারা গেছে ৭ লাখ ৮২ হাজার ৯৩৩ জন। যা এখন মৃত্যুতেও এক নম্বরে আছে। করোনা সংক্রমণে ভারত দ্বিতীয় স্থানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৬২ হাজার ৮৯৩ জনের। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল মোট ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার ৯৫০ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৬ লাখ ১০ হাজার ৯৩৫ জন। ব্রিটেনে ৯৪ লাখ ৮৭ হাজার ৩০২ জন আক্রান্ত এবং মারা গেছে ১ লাখ ৪২ হাজার ৬৭৮ জন। তালিকার পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া এখানে মোট ৮৯ লাখ ৯২ হাজার ৫৯৫ জন মারা গেছে আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৫২ হাজার ৯২৬ জন।