লিগের ২৪ তম ম্যাচে আজ, এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি
দুই দলের তৃতীয় সাক্ষাতে ঝোড়ো হাওয়া কোন দিকে বইবে ? জানতে হলে আজ সন্ধে ৭.৩০ টায় চোখ রাখুন টিভির পর্দায়

পল্লবী কুন্ডু : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) পর এবার জমজমাটি ময়দানে চলছে ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2020-21)। লিগের ২৪ তম ম্যাচ আজ, মুখোমুখি হতে চলেছে চলতি মরশুমের অন্যতম সেরা দল এটিকে মোহনবাগান(ATK Mohun Bagan) এবং হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে আজকের ম্যাচ। হায়দরাবাদ এফসি তাদের দ্বিতীয় আইএসএল মরশুম খেলছে। অন্যদিকে এটিকে মোহনবাগান তাদের প্রথম মরশুমে খেলছে। প্রথম চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে সবুজ মেরুন শিবির। জামশেদপুর এফসি-র কাছে তাদের ১-২ গোলে হারতে হয়েছে তাদের।
অন্যদিকে হায়দরাবাদ এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে। ওড়িশা এফসি-র বিরুদ্ধে প্রথম ম্যাচে তারা জয় দিয়ে শুরু করে। যদিও জামশেদপুর এফসি ও বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচ ড্র করে। এদিকে, হিরো আইএসএলের প্রথম তিন ম্যাচে পরপর জয় ছিনিয়ে নেওয়া এটিকে মোহনবাগান জামশেদপুর এফসি-র কাছে ১-২ গোলে হেরে এই মুহূর্তে কিছুটা হলেও চাপে। যদিও সেই হারের পরে তাদের স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস বলে দেন, “আমাদের একটা হারেই দুনিয়া শেষ হয়ে যাবে না। আমরা আবার জয়ে ফিরব”।
তবে অবশ্যই দলের যে খামতি রয়েছে তা পূরণের চেষ্টা রাখতে হবে দলকে।তা করলে হয়তো ফের বিপদে পড়তে হতে পারে সবুজ-মেরুন শিবিরকে। পাশাপাশি যদি দুই দলের পরিসংখ্যানের দিকে একবার নজর দেওয়া যায় তবে, ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত দু-বার মুখোমুখি হয়েছে এই দুই দল। প্রথম সাক্ষাতে হায়দরাবাদ এফসি-কে ৫-০ গোলে হারিয়েছিল এটিকে মোহনবাগান। তবে দ্বিতীয় ম্যাচে কেউ কাউকে একচুল জমি ছাড়ার নয়, ২-২ গোলে অমীমাংসিত ভাবেই শেষ হয়েছিল এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসির রুদ্ধশ্বাস জাগানো ম্যাচ। তবে তৃতীয় সাক্ষাতে ঝোড়ো হাওয়া কোন দিকে বইবে তার উত্তর শুধুমাত্র দিতে পারে আজ সন্ধ্যে।
তাহলে চলুন একনজরে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশে কাদের নাম উঠে আসছে। প্রথমেই এটিকে মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ, রয়েছেন অরিন্দম ভট্টাচার্য, প্রীতম কোটাল, তিরি, সন্দেশ ঝিঙ্গান, প্রবীর দাস, সুভাশিস বোস, জাভিয়ের হার্নান্দেজ, কার্ল ম্যাকহাগ, জয়েশ রানে, রায় কৃষ্ণ, মনভীর সিং। ঠিক তার বিপরীতে হায়দরাবাদ এফসি-র সম্ভাব্য প্রথম একাদশে রয়েছেন, লক্ষ্মীকান্ত কাট্টিমানি, আশীশ রাই, ওডেই ওনাইন্ডিয়া, চিংলেনসেনা সিং, আকাশ মিশ্র, জোয়াও ভিক্টর, হিতেশ শর্মা, মোহাম্মদ ইয়াসির, হালিচরণ নারজারি, আরিদান সান্টানা, লিস্টন কোলাকো।