Tech

নিউ ইয়ারে, নিউ সিস্টেম নিয়ে হাজির হচ্ছে WhatsApp

সংস্থার তরফে বলা হয়েছে, iOS 9 ও Android 4.0.3-র আগে যা যা Android ও iphone রয়েছে, তাতে WhatsApp চালানো আর সম্ভব হবে না

পল্লবী কুন্ডু : বছরের শুরুতে একেবারে নিউ সিস্টেম নিয়ে হাজির হতে চলেছে WhatsApp। বেশ কিছু পুরনো Android ও iPhone-এ আগামী বছর থেকে কাজ করা বন্ধ করে দেবে WhatsApp। iOS 9 ও Android 4.0.3-র আগে যা যা ফোন আছে সেই ফোনে আর চলবে না WhatsApp, এমনটাই জানালো সংস্থা।

ইতিমধ্যেই চলতি বছর সিস্টেমে একাধিক পরিবর্তন এনেছে WhatsApp। একাধিক নতুন ফিচারও যোগ হয়েছে এই অ্যাপ্লিকেশনে। এ বার নতুন বছরে আরো বদল। সংস্থার তরফে বলা হয়েছে, iOS 9 ও Android 4.0.3-র আগে যা যা Android ও iphone রয়েছে, তাতে WhatsApp চালানো আর সম্ভব হবে না। তাই যাদের কাছে এখনও এর আগের কোনও ভার্সনের ফোন থাকবে তাদের আপগ্রেড করানোর পরামর্শ দিচ্ছে সংস্থা। ফোন যদি আপগ্রেডেবল হয়, তা হলে তাতে অবশ্যই iOS বা Android আপগ্রেড করা যাবে। সে ক্ষেত্রে WhatsApp চালাতে আর কোনও সমস্যা হবে না।

এই ঘোষণার ফলে iPhone 4 পর্যন্ত সমস্ত মডেলে WhatsApp বন্ধ হয়ে যাবে। আর WhatsApp চালাতে গেলে iPhone 4S, iPhone 5, iPhone 5S, iPhone 6, and iPhone 6S-কে iOS 9-এ আপগ্রেড করে নিতে হবে। সাথে, Android 4.0.3-এর আগের সমস্ত মডেলে WhatsApp বন্ধ হতে চলেছে। যার মধ্যে পড়ছে HTC Desire, LG Optimus Black, Motorola Droid Razr ও Samsung Galaxy S2। এ ছাড়াও আরও কিছু Android ফোন রয়েছে আর পরিষেবা দেবে না WhatsApp সংস্থা। তবে, পুরনো ফোনগুলির মধ্যে যেগুলিতে আপডেট করা যাবে Android, তাতে WhatsApp চলবে।

খুব সাধারণ ভাবেই সংস্থার এমন সিদ্ধান্তের জেরে সমস্যায় পড়তে পারেন বহু মানুষ। এই বিষয়টি নিয়ে সংস্থার দাবি, iOS 9-এর আগে ও Android 4.0.3-এর নিচের সিস্টেম ব্যবহার করেন, এমন মানুষের সংখ্যা অনেকটাই কম। ফলে তেমন কেউ এর দ্বারা সমস্যায় পড়বেন না।
পাশাপাশি, কোন ভার্সনের ফোন রয়েছে নিজের কাছে, তা দেখার জন্য iPhone ব্যবহারকারীদের Settings-এ গিয়ে General-এ যেতে হবে। তারপর Information-এ ক্লিক করে দেখতে হবে। আর Android ব্যবহারকারীদের Settings-এ গিয়ে About Phone-এ ক্লিক করে দেখতে হবে।

তাহলে বন্ধু-বান্ধবদের সাথে যোগাযোগে বিঘ্ন ঘটাতে না চাইলে যত তাড়াতাড়ি সম্ভব আপনার ফোনকে করে টুলুন WhatsApp পরিষেবাদায়ী।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: