করোনা আক্রান্ত স্ত্রী ভেন্টিলেশন-এ, হাসপাতালের বিল মেটাতে ডাক্তারবাবু বন্ধক দিলেন নিজের ডিগ্রী
ভালোবাসার এই মাসে এরকম এক দিগ্বিজয় ভালোবাসার কাহিনী দৃষ্টান্ত গঠন করে

তিয়াসা মিত্র : করোনায় গুরুতর অসুস্থ হয়ে দিনের পর দিন হাসপাতালের ভেন্টিলেটরে পড়েছিলেন স্ত্রী। বিপুল সেই বিলের বোঝা মেটাতে নিজের এমবিবিএস ডিগ্রিটাকেই বন্ধক রাখলেন তাঁর চিকিৎসক স্বামী। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময়ের ঘটনা। সামনে এসেছে সম্প্রতি। রাজস্থানের বাসিন্দা সুরেশ তার স্ত্রী অনিতার জন্য সারা জীবনের নিজস্ব যে সম্পত্তি তও বন্ধক রাখতে পিছো পা হননি কোনো ভাবেই।
দম্পতির এই অসামান্য কাহিনী যদি ছোট করে বর্ণিত করতে হয় তাহলে বলতে হয়, স্ত্রী-এর অবস্থা এতটাই খারাপ হয়ে পরে যে চিকিৎসকেরা হাল ছেড়ে দেন. ওজন ৫০ থেকে ৩০ হয়ে যায় কয়েকদিনের মধ্যে। যন্ত্রপাতির সাহায্যে প্রাণ ভোমরা আটকে রাখা হয়েছিল এক প্রকার। তবে, সুরেশ হাল ছেড়ে দেননি কোনো ভাবে, আরো উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য বেসরকারি হাসপাতালে ভর্তি করেন স্ত্রী অনিতাকে। পাহাড়প্রমাণ সেই বিলের সামনে ১০ লক্ষ টাকার জমানো পুঁজি ফুরিয়েছে নিমেষেই। এর পর বাকি টাকা জোগাড় করতে নিজের এমবিবিএস ডিগ্রি বন্ধক রাখার সিদ্ধান্ত নেন তরুণ চিকিৎসক। তার বিনিময়ে ৭০ লক্ষ টাকা পান। এ ছাড়া জমি বিক্রি, বন্ধুদের থেকে ধার-দেনা করে জোগাড় হয় আরও কিছু। অবশেষে হাসপাতালের বিল মিটিয়ে স্ত্রীকে সুস্থ করে ঘরে এনেছেন সুরেশ। করোনাকে হারিয়ে ফিরে পেয়েছেন পরিবার।
ভালোবাসার এই মাসে এরকম এক দিগ্বিজয় ভালোবাসার কাহিনী সত্যি আবারো বিশেষ করতে ইচ্ছা করে, সঠিক মানুষ পাশে থাকলে যেকোনো অসম্ভব সম্ভব হতে বাদ্ধ হয়। যে ডিগ্রী পেতে এক পড়ুয়াকে ৫ বছর অপেক্ষা করতে হয় নানা বাধা বিপত্তি কাটাতে হয় , তাও বন্ধক রাখা নিজের স্ত্রীকে সুস্থ করার জন্য, সত্যি আজ এই পৃথিবী এই জন্য রয়েছে, শুধু মাত্র এরকম দৃষ্টান্ত ঘটে এই ধরণীতে বলে।