Sports Opinion

শুরুতেই প্যাভিলিয়নে ফিরেছেন দুই ওপেনার, হাল এখন পূজারা-কোহলির হাতে

অজিদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দুর্বল হচ্ছে ভারতীয় টিম, স্কোর এখন ২ উইকেটে ৬৭

দেবশ্রী কয়াল : রেকর্ড বজায় রাখতে চেয়েছিল কোহলির টিম, কিন্তু তাতে পড়ছে ক্রমশ বাঁধা, খেলা হয়ে উঠছে আরও কঠিন। আজ থেকে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়ার দিবারাত্রি টেস্ট (Day Night Test)অর্থাৎ খেলা হবে গোলাপি বলের। এই প্রথম আন্তর্জাতিক স্তরে গোলাপি বলের ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট টিম। আজকের ম্যাচে টস জিতেছে ভারতীয় অধিনায়ক কোহলি (Virat Kohli) , আর তারপরেই নিয়েছেন ব্যাট করার চ্যালেঞ্জ। তবে খেলার শুরুতেই পেয়েছে দল ধাক্কা। মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের দুরন্ত বোলিংয়ের জেরে প্রথমেই ময়দান থেকে সোজা প্যাভিলিয়নে ফেরত গেছেন দুই ওপেনার। আপাতত দিনের দ্বিতীয় সেশনে ভারতের হয়ে লড়াই চালাচ্ছেন চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। কিন্তু খেলার শুরুতেই দল খায় বড় হোঁচট, রানের খাতা খুলতে না পেরেই ময়দান ছাড়তে হয় পৃথ্বীশকে (০)। আর তার কিছুক্ষণের মধ্যেই ফেরেন অপর ওপেনার মায়াঙ্ক অগ্রবালও (১৭)। আর সেখান থেকে এখন খেলার হাল ধরেছেন পূজারা (Cheteshwar Pujara) ও কোহলি। প্রথম সেশনের শেষে ভারতের স্কোর ছিল ২ উইকেটে ৪২। আপাতত ৩৬ ওভারের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৬৭। পূজারা ২৮ ও কোহলি ১৭ রানে ব্যাট করছেন। আজ থেকে অ্যাডিলেডে (Adelaide) শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া (India-Austrelia)সিরিজের প্রথম টেস্ট। এই টেস্টটি দিন-রাতের। অর্থাত্‍, খেলা হবে গোলাপি বলে। সিরিজের বাকি ৩ টেস্টে অবশ্য খেলা হবে প্রথাগত লাল বলেই।

অ্যাডিলেডে প্রথম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। গতকালই ঘোষণা করা হয়েছিল আজকের ম্যাচের প্রথম একাদশ। আর এই প্রথম একাদশ ঘোষণা করার পরই সৃষ্টি হয়েছিল বিতর্কের। কারন আজকের প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন পৃথ্বীশ-এর মতো চূড়ান্ত অফফর্মে থাকা ব্যাটসম্যান। এবং অপরদিকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল কে এল রাহুল, শুভমান গিল এর মত দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটসম্যানদের। আর সেই নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। আর এই বিতর্কের সাথেই খেলার একদম শুরুতে আউট হন পৃথ্বীশ। এখন খেলার হাল ধরে রেখেছেন পূজারা ও কোহলি। এখনও পর্যন্ত এই সিরিজে টস জিতে একটাও ম্যাচ হারেনি ভারত। তাই সেই প্রথাকে ধরে রাখতে চাইছে কোহলির দল। কিন্তু সেই পথে সৃষ্টি হচ্ছে নানান বাঁধার।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: