Sports Opinion

২০২১ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ নিয়ে আসছে বড়ো চমক, কি বলছে কর্তৃপক্ষ

শোনা যাচ্ছে, আগামী মরশুমে দশটি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের ইচ্ছা রয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের

পল্লবী কুন্ডু : ২০২১ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL) যে একটা বড়ো কিছু আনতে চলেছে তা এখন আরো স্পষ্ট। আগামী মরশুমে ন’টি দল নিয়ে হতে পারে আইপিএল। আইপিএল ১৩ মরশুম শেষ হতেই এমন খবর ছড়িয়ে পড়ে। জানা যায়, আমেদাবাদ থেকে একটি নতুন কর্পোরেট দল নেওয়া হতে পারে। এবার শোনা যাচ্ছে, আগামী মরশুমে দশটি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের ইচ্ছা রয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের।

আইপিএলের বর্তমান নিয়ম অনুযায়ী, কোনও ফ্র্যাঞ্চাইজি মোট ৮ জন বিদেশি দলে নিতে পারে। তার মধ্যে প্রথম একাদশে চারজন বিদেশি রাখা যায়। বাকিরা প্রত্যেকেই ভারতীয় ক্রিকেটার। আর দশ দলের আইপিএলের কথা শুনে ঠিক এই বিষয়েই চিন্তায় ফ্র্যাঞ্চাইজিগুলি। কীভাবে দলের গুণগত মান ভাল রাখা সম্ভব, সেটাই বড় প্রশ্ন তাদের সামনে। ফ্র্যাঞ্চাইজিগুলির কথায়, ‘‌শক্তপোক্ত দল গঠন নিয়ে এখনই আমাদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। দলগুলির দিকে তাকালেই বুঝতে পারবেন, প্রথম একাদশে আট বা ন’জন অপরিবর্তিত থাকছে। আর বাকি দু’‌তিনজনকে ঘুরিয়ে-ফিরিয়ে নেওয়া হচ্ছে। দলকে কীভাবে ব্যালান্সড রাখা যায়, তা বোঝার জন্য। এবার যদি দশ দলের টুর্নামেন্ট নয়, তাহলে দলের মানের অবনতি হতে পারে।’‌

আর এই সমস্যা মেটাতেই ভাবনাচিন্তা করে সামান্য বদল আনার চেষ্টা করছে বিসিসিআই। বোর্ডের পরামর্শ, যদি প্রথম একাদশে চারের জায়গায় পাঁচ বিদেশিকে খেলানো যায়, তাহলে দলের গুণমান বজায় রাখা সম্ভব হবে। কিন্তু বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া খুব একটা সহজ হচ্ছে না। কারণ ভারতীয় প্রতিভা তুলে আনতেই আইপিএলের জন্ম হয়েছিল। সেখানে বিদেশির সংখ্যা বাড়িয়ে সমস্যা সমাধানের পথে হাঁটলে নানা প্রশ্নের সম্মুখীন হতে হবে বোর্ডকে। এদিকে দেশের মাটিতে নিলামের আয়োজন করা হবে কি না, সে নিয়েও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি বোর্ড। শোনা যাচ্ছে, ফ্র্যাঞ্চাইজিগুলিকে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে। আর এই সিদ্ধান্তের পরেই উঠছে একাধিক প্রশ্ন।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: