আজকের ম্যাচের পাঞ্জাব কান্ডারি হতে পারেন ক্রিস গেল
কলকাতার বিরুদ্ধে আজ পাঞ্জাবকে বেশ আগ্রাসী ভূমিকায় দেখা যাবে, বলছে পরিসংখ্যান

পল্লবী কুন্ডু : শনিবারের দুপুর একদম জমে ক্ষীর। এবার মুখোমুখি কলকাতা-পাঞ্জাব। মাছে ভাতে বাঙালিরা শনিবারে নিরামিষ খেয়ে একেবারে তৈরী এই ম্যাচের সাক্ষী থাকতে। সবই তো ঠিক আছে, তবে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তলানিতে গিয়ে ঠেকেছে পাঞ্জাব। তাই কলকাতার বিরুদ্ধে আজ পাঞ্জাবকে বেশ আগ্রাসী ভূমিকায় দেখা যাবে। পাশাপাশি আজকের যাত্রায় পাঞ্জাবের কান্ডারি হিসেবে দেখা যেতে পারে ক্রিস গেল-কে। খাদ্যে বিষক্রিয়ার জন্য সেই ম্যাচে খেলতে পারেননি গেল।
তবে যদি গেল খেলেন, তবে তার জন্য পুরোপুরি প্রস্তুত কলকাতা নাইট রাইডার্স। জানিয়ে দিলেন বোলিং কোচ কাইল মিলস। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ব্যাট হাতে দেখা যায়নি ক্রিস গেলকে। নাইট শিবিরও তৈরি থাকছে গেলকে দ্রুত ফেরানোর জন্য। বোলিং কোচ কাইল মিলস এক ফেসবুক ভিডিয়োয় বলেছেন, ‘আমরাও জানি যে গেল খেলতে পারে। পঞ্জাব খুব কঠিন জায়গায় রয়েছে। ওরা পাঁচটা ম্যাচ হেরেছে। চাপ ওদের উপরেই। ঘুরে দাঁড়াতে নতুন কিছু করতে চাইবে ওরা। আমাদের চমকে দিতে চাইবে। শুরুতে গেলকে নামিয়ে দারুণ শুরুর ভাবনা থাকতেই পারে ওদের। তবে আমরা তার জন্য তৈরি।’
কিংস অধিনায়ক লোকেশ রাহুলকেও বাড়তি গুরুত্ব দিচ্ছে কলকাতা। মিলস সোজাসুজি বলেছেন, ‘ও খুব ভাল ক্রিকেটার। দুর্দান্ত ফর্মে রয়েছে। ওর উইকেট ম্যাচ জেতার চাবিকাঠি হয়ে উঠতে পারে।’ নাইট শিবির একই সঙ্গে জোর দিচ্ছে নিজেদের শক্তিতে। মিলস বলেছেন, ‘আমাদের প্যাট কামিন্স রয়েছে। যে বিশ্বের সেরা বোলার। ওদের ওপেনারদের চাপে রাখতে হবে, দ্রুত ভাঙন ধরাতে হবে ইনিংসে।’
এমন পরিস্থিতিতে কলকাতা টস জিতলে সিদ্ধান্ত নেয় ব্যাট করার। তারা চায় প্রথম ব্যাট করে একটা বড়ো লক্ষ্য পাঞ্জাবের সামনে দাঁড় করিয়ে দেওয়া।