আত্মবিশ্বাসী দুই দল, দেখা যাক কি চমক আনতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন পঞ্জাব
একদিকে পঞ্জাব টানা চার ম্যাচ হেরেছে, অপরদিকে নিজেদের শেষ ম্যাচ হেরেছে হায়দরাবাদও। তাই আজ জিততে মরিয়া দুই দল-ই।

পল্লবী কুন্ডু : কাল সত্যিই এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থেকেছে সকল ক্রিকেট প্রেমীরা। দুর্দান্ত জয়ের মুখ দেখেছে কলকাতা। পাশাপাশি গতকালের ম্যাচ হারার পর চিন্তার ছায়া চেন্নাই শিবিরে। অন্যদিকে, আজ আইপিএলে গুরুত্বপূর্ণ ম্যাচ, মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন পঞ্জাব। একদিকে পঞ্জাব টানা চার ম্যাচ হেরেছে, অপরদিকে নিজেদের শেষ ম্যাচ হেরেছে হায়দরাবাদও। তাই আজ জিততে মরিয়া দুই দল-ই। দুই দললের অধিনায়ক কেএল রাহুল ও ডেভিড ওয়ার্নার।
তবে যখনি দড়ির টান হালকা হতে শুরু করলেই দেখা যায় দলের পরিবর্তন। তাহলে এক্ষেত্রে কি দলের কোনো পরিবর্তন ঘটছে ? এখন পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতে কিংস ইলেভেন পঞ্জাব দলে তিনটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাটিং লাইনআপে গ্লেন ম্যাক্সওয়েলের জায়গায় দলে সুযোগ পেতে পারেন ক্রিস গেইল। এখনও পর্যন্ত সব ম্যাচেই ব্যর্থ হয়েছেন ম্যাক্সি। তাই গেইল-কে সুযোগ দিতে পারেন পঞ্জাব। অপরদিকে কৃষ্ণাপ্পা গৌতমের জায়গায় দলে ফিরতে পারেন মুরগান অশ্বিন। এছাড়া জিমি নিশামের জায়গায় দলে সুযোগ পেতে পারেন মুজিবুর রহমান। এছাড়া মোটামুটি একই থাকছে কিংস ইলেভেন পঞ্জাবের প্রথম একাদশ।
অন্যদিকে যদি হায়দ্রাবাদের দিকে নজর দেওয়া যায় তবে, প্রথম দুটি হারের পর টানা দুটি ম্যাচে জয় পেয়েছিল সানরাইজার্স। কিন্তু শেষ ম্যাচে মুন্বইয়ের কাছে হারতে হয়েছে ডেভিড ওয়ার্নারের দলকে। একইসঙ্গে দলে সবথেকে বড় ধাক্কা হলল চোটের কারণে পুরো আইপিএল থেকে ছিটকে গিয়েছেন দললের তারকা পেসার ভুবনেশ্বর কুমার। ফলে ভুবনেশ্বর কুমারের জায়গায় ফের দলে সুযোগ পেতে পারেন খালিল আহমেদ। অপরদিকে, কেন উইলিয়ামসনের জায়গায় দলে আরও একবার সুযোগ পাওয়ার সম্ভাবনা মহম্মদ নবির। কিন্তু সেই সম্ভাবনা খুব একটা বেশি না।এছাড়া খুব বেশি পরিবর্তন নজরে আসবে না।
আজ এই ম্যাচে কেউই কাউকে এক চুল জায়গা ছাড়বে না। ম্যাচ জয়ের জন্য আত্মবিশ্বাসী দুই দল-ই।