Sports Opinion

রাত পোহালেই ২০২০ আইপিএ !

অবসান ঘটেছে সমস্ত জল্পনা-কল্পনার, রাত পোহালেই অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ।

পল্লবী কুন্ডু : সমস্ত শঙ্কাকে দূরে সরিয়ে শেষপর্যন্ত রাত পোহালেই অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ। অবসান ঘটেছে সমস্ত জল্পনা-কল্পনার। তবে চলতি পরিস্থিতিতে সব কিছু মাথায় রেখে আইপিএল আয়োজিত হতে চলেছে আমিরশাহিতে। যেহেতু স্থান পরিবর্তন হয়েছে তাই এবার ঘরে বসে নয় টিভিতে অথবা স্মার্ট ফোন অর্থাৎ অনলাইন-এই উপভোগ করতে হবে খেলা।আগামীকাল আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে গতবারের ফাইনালিস্ট দুই দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস।

সংযুক্ত আরব আমিরশাহির দুবাই, আবুধাবি এবং শারজা এই তিনটি স্টেডিয়ামে আইপিএলের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।যেহেতু এই বছর দর্শকশূন্য স্টেডিয়ামে আইপিএল অনুষ্ঠিত হতে চলেছে তাই আইপিএল দেখার জন্য কোটি কোটি আইপিএল ভক্তদের একমাত্র উপায় টিভির পর্দা কিংবা বিভিন্ন অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে বাড়িতে বসেই এবার সকলকে আইপিএল উপভোগ করতে হবে।আর এবার যাতে বাড়িতে বসেই সমর্থকেরা আইপিএল উপভোগ করতে পারে সেই বন্দোবস্ত করেছে বিসিসিআই।

তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কিভাবে এবার লাইভ আইপিএল দেখবেন আইপিএল সমর্থকরা।এবার ভারতীয় ক্রিকেট প্রেমীরা বাড়িতে বসে টিভির পর্দায় স্টার স্পোর্টস চ্যানেল খুললেই সরাসরি দেখতে পারবে আইপিএলের লাইভ সম্প্রচার। এবার স্টার স্পোর্টস ছয়’টি আঞ্চলিক ভাষায় আইপিএল সম্প্রচার করবে। সেই ভাষা গুলি হল: ইংরেজি, হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, কান্নাড়া। এছাড়াও অনলাইনে ডিসনি প্লাস হটস্টারের মাধ্যমে দেখা যাবে আইপিএল লাইভ সম্প্রচার।তাহলে আর খুব বেশি দেরি নেই রাত পোহালেই চির প্রতীক্ষিত আইপিএল অনুষ্ঠিত হতে চলেছে।সবাই প্রস্তুত তো !

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: