
সায়ন দেবসিংহ : মঙ্গলবার সল্টলেকের মহিষবাথানে খুন হলেন এক বীমা এজেন্ট। এই ঘটনাটি ঘটেছে বিধাননগর পুরনিগমের মহিষবাথান এলাকায়।মৃতের নাম নির্মলচন্দ্র মজুমদার। স্থানীয় সূত্রে খবর, এক যুবককে রক্তাক্ত হাঁসুয়া নিয়ে ওই বিমা এজেন্টের বাড়ি থেকে বার হতে দেখা গেছে। এই ঘটনার পর থেকে আর খোঁজ মেলেনি ওই যুবকের। খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির বাড়ি যায় এবং তাকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর গলা ও শরীরের বিভিন্ন জায়গায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।পুলিশের অনুমান টাকা-পয়সার জেরে খুন।
স্থানীয়রা জানিয়েছে, ওই যুবকের নাম সুজিত মণ্ডল। তার হদিশ এখনো মেলেনি। তবে পুলিশ খোঁজ চালাচ্ছে। সব দিকটাই খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।