Sports Opinion

IPL-এর শেষ ম্যাচ খেলতে চান কলকাতার বুকেই

রাসেল এর কোথায় ইডেন ভর্তি দর্শকের কাছ থেকেই শেষ বিদায় চান তিনি

পল্লবী : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়েই শেষ ম্যাচ খেলতে চান আন্দ্রে রাসেল। আর তা অবশ্যই হতে হবে ইডেন গার্ডেন্সে, গ্যালারিভর্তি সমর্থকের উপস্থিতিতে। কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া সাক্ষাত্‍কারে রাসেল বলেছেন যে, দলের হয়ে শেষ ম্যাচ খেলার আগে তা তিনি শাহরুখ খান ও নাইট শিবিরকে জানিয়েও দেবেন। ক্যারিবিয়ান অলরাউন্ডারের কথায়, ‘শাহরুখ ও সমস্ত কেকেআর স্টাফদের বলব যে, এটাই আমার শেষ আইপিএল। আর এটাই কলকাতায় আমার শেষ হোম ম্যাচ।’

রাসেলের কথায়, ‘ইপিএলের মতো বড় ফুটবল লিগে যেমন হয় বা এনবিএ-তে বাস্কেটবল খেলোয়াড়রা যে ভাবে ঘোষণা করেন যে এটাই শেষ ম্যাচ আর জনতার উদ্দেশে হাত নাড়েন, সেই মুহূর্ত না আসা পর্যন্ত কেকেআরে থাকতে চাই।’ গত বারের আইপিএলে সবচেয়ে মূল্যবান ক্রিকেটার ছিলেন তিনি। ১৪ ম্যাচে ৫১০ রান করেছিলেন। নিয়েছিলেন ১১ উইকেটও। কিন্তু, ৩২ বছর বয়সির লক্ষ্য কলকাতাকে চ্যাম্পিয়ন করানো। তিনি বলেছেন, ‘ছয় মরসুম হয়ে গেল কেকেআরে আছি। প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। সবচেয়ে মূল্যবান ক্রিকেটারের পুরস্কার পেতে ভালই লেগেছে। কিন্তু আমি আরও কিছু চাই। চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য। যাতে চ্যাম্পিয়ন হতে পারি, সেই কারণেই চাইছি এই বছর আইপিএল হোক।’

আন্দ্রে রাসেল হলেন কলকাতা নাইট্রাইডার্সের এক কথায় বলা যেতে পারে যাকে বলা হয় তুরুপের তাস। বহু ক্রিকেট জ্ঞানী মানুষের মুখে জানা গেছে যে রাসেল আছে তাই কলকাতা আছে। সমর্থকেরাও তা অক্ষরে অক্ষরে মানেন দলের বাকি খেলোয়াড়েরাও তিনি থাকায় মনে বল পায়। আর কলকাতার হোম ম্যাচ হলে তো কোনো কথাই নেই। ইডেন ভোরে ওঠে শুধু রাসেলের জন্য কলকাতার মানুষ যে তা বড্ড বেশিই ভক্ত। তাই তাদের সামনে রেখেই শেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে চান তিনি।

Show More

Related Articles

Back to top button
%d bloggers like this: