Sports Opinion

বিরাট এবার গদি ছাড়ুক, আরসিবির উচিত নতুন অধিনায়ক খোঁজা : বিস্ফোরক মন্তব্য গম্ভীরের

এখনও দলকে একবারও ট্রফি দিলে পারেনি কোহলি, অধিনায়কত্ব থেকে বাড়ে সরানো হোক তাঁকে, মন্তব্য প্রাক্তন কেকেআর অধিনায়কের

দেবশ্রী কয়াল : আইপিএল (IPL) ২০২০ লীগ থেকে গতকাল বিদায় নিতে হয়েছে বিরাট বাহিনী রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore)। আর তার পরেই বিস্ফোরক হয়েছেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এদিন গম্ভীর বলে ওঠেন, অনেক হয়েছে ! এবার আরসিবির উচিত বিরাট কোহলির(Virat Kohli) বাইরে অন্য কারোর দিকে এবার তাকানোর। তাঁর মতে, এবার বিরাটের উচিত নিজের থেকে অধিনায়কের পদ থেকে সরে আসা। আর নাহলে আরসিবির উচিত বিরাটকে ছেড়ে এবারে অন্য কারোর দিকে তাকানোর। ফাইনালের পথে আরসিবি নিজেকে বজায় রাখতে না পারলে গম্ভীর বলে ওঠেন, আট বছর কিন্তু একটা দীর্ঘ সময়। এত বছরেও দলকে ট্রফি না দিতে পারলে অন্য যে কোনও অধিনায়ককে তার পদ থেকে সরানো হত।

নিজের কেরিয়ারের একেবারে গোড়া থেকে আরসিবিতেই খেলছেন বিরাট। এই নিয়ে ১৩ মরশুমে বেঙ্গালুরুর দলটিতে আছেন, এর মধ্যে গত আট বছর দলের অধিনায়কত্ব করছেন বিরাট কোহলি। অথচ একবারও এই দলকে ট্রফি জেতাতে পারেননি কোহলি। গতকাল এলিমিনেটরে হায়দরাবাদের কাছে হেরে এবারের আইপিএল অভিযানও শেষ হয়েছে বিরাটদের।আর এরপরেই গম্ভীর বলছেন, ‘অনেক হয়েছে। এবার গদি ছাড়ুন বিরাট, নাহলে আরসিবি দেখুক অন্য কাউকে।’

প্রাক্তন কেকেআর অধিনায়ক গৌতমের বক্তব্য,’আট বছর, অনেক অনেক সময়। দেখুন তো অশ্বিনের সঙ্গে কী হল? মাত্র দু’বছর ব্যর্থ হল, তারপরই ওঁকে সরিয়ে দেওয়া হল। আমরা ধোনি, রোহিতদের কথা বলি। ওঁরা টানা অধিনায়কত্ব করছে। কিন্তু বিরাট একেবারেই ওদের মধ্যে পড়ে না। ধোনি ৩টি আইপিএল জিতেছে। রোহিত জিতেছে চারটি। সেজন্যই ওঁরা এতদিন ধরে দলের অধিনায়ক আছেন। আমি নিশ্চিত সাফল্য এনে দিতে না পারলে রোহিতকেও এতদিনে অধিনায়কের পদ সরিয়ে দিত মুম্বই। তাহলে বিরাটের জন্য নিয়ম আলাদা হওয়া উচিত নয়। এরপর প্রাক্তন কেকেআর অধিনায়কের বলেন এই মরশুমে বিরাটরা প্লে-অফে খেলারও যোগ্য ছিল না। ভাগ্যের জোরে প্লে-অফে উঠেছে আরসিবি।’

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: