Sports Opinion

রোহিতকে এবার দেওয়া উচিত ভারতের অধিনায়কত্ব, মন্তব্য গম্ভীরের

নিজের কেরিয়ারে সফল রোহিত, জিতেছেন অনেক ট্রফি, এবার নতুন অধিনায়কের কথা ভবা উচিত ভারতের

দেবশ্রী কয়াল : আইপিএল (IPL) ২০২০ লিগে পঞ্চমবারের জন্যে চ্যাম্পিয়ন এর ট্রফি পেল মুম্বই ইন্ডিয়ান্স ( Mumbai Indians) ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) হাত ধরে। এইরকম সাফল্য এখনও পর্যন্ত কেউ পাননি। আগামী দিনেও ইতিহাসের পাতায় হয়ত আইপিএলের শ্রেষ্ঠ ক্যাপ্টেন হিসাবে নাম লেখা থাকবে রোহিত শর্মার। রোহিত শর্মার এমন সাফল্যের পর, ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মতে এখনই মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার হাতে তুলে দেওয়া উচিত সাদা বলে ভারতীয় দলের অধিনায়কত্ব। নাইট রাইডার্সের হয়ে ২ বার আইপিএল জেতা অধিনায়ক গম্ভীর বলেন, ‘রোহিত যদি ভারতের অধিনায়ক না হয় সেক্ষেত্রে সেটা ভারতের ক্ষতি। আমি অবশ্যই মানি যে এক জন অধিনায়ক ততটাই ভাল, যতটা তাঁর দল। তবে এক জন ক্যাপ্টেনেরও মান নির্ণয় করা যায়। এই ক্ষেত্রে মাপকাঠিটা সকলের ক্ষেত্রে সমান হওয়া উচিত। রোহিত ৫ বার চ্যাম্পিয়ন করেছে নিজের দলকে।’

গতকাল মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে অধিনায়ক হিসেবে পঞ্চম বার আইপিএল জিতেছেন রোহিত। এর আগে ডেকান চার্জার্সের হয়েও ট্রফি জিতেছেন তিনি। আইপিএল ইতিহাসে তিনিই এমন এক জন খেলোয়াড় যাঁর তিনটি দেশের ট্রফি রয়েছে। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায়, তার পর ভারতের মাটিতে ৪ বার এবং এই বছর আরবের মাটিতে জিতলেন রোহিত। অধিনায়ক হিসেবে আইপিএল ফাইনালে ২ বার হাফ সেঞ্চুরির রেকর্ডও রয়েছে তাঁর। তারপরে গম্ভীর তো অবশ্যই তিনি ছাড়াও আরও অনেকেই বলেছেন রোহিতের হাতে তুলে দেওয়া উচিত এবারে ভারতের অধিনায়কত্বের দায়িত্ব।

এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে গম্ভীর বলেন, ‘বিরাট এবং রোহিতের মধ্যে এবার ভাগ করে দেওয়া উচিত অধিনায়কত্ব। কেউই খারাপ অধিনায়ক নয়। সাদা বলে রোহিত প্রমাণ করেছেন তিনি বিরাটের থেকে ভাল নেতা। তবে আমি বলছি না বিরাট খারাপ। কিন্তু একই মাপকাঠিতে মাপতে গেলে রোহিত অনেকটা এগিয়ে সাদা বলের নেতৃত্বে। আলাদা ফরম্যাটে, আলাদা অধিনায়কের কথা এবার ভাবতেই পারে ভারত।’

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: