Sports Opinion

আইপিএলের স্পনসরশীপ থেকে এবার সরে দাঁড়াল ফিউচার গ্রূপ

একের পর এক আর্থিক সঙ্কটের মুখে আইপিএল

দেবশ্রী কয়াল : করোনার প্রভাব বারবার পড়েছে খেলার মাঠে। বাতিল হয়েছে অনেক খেলা। যার জেরে আর্থিক সঙ্কটের মুখে পড়েছে বিসিসিআই। করোনা সংক্রমণের জেরে দেশের মাঠে খেলা যাচ্ছিল না আইপিএল, তাই এই বছর পারি দিতে হচ্ছে খেলোয়াড়দের বিদেশের মাটিতে। এবারের আইপিএল হবে আমিরশাহিতে। কারন তা না হলে আরও বড় সমস্যার সম্মুখীন হতে হত ভারতীয় ক্রিকেট অ্যাসোসিয়েশান বোর্ডকে। তবে স্পন্সর নিয়ে প্রথম থেকেই ছিল একটি সমস্যা, আর এবারে খেলা শুরু হওয়ার আগেও সেই সমস্যার হতে হচ্ছে সম্মুখীন।

আইপিএলের টাইটেল স্পনসর থেকে আগেই সরে দাঁড়িয়েছিল চৈনিক মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভো। স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে কে হবে আইপিএলের মূল স্পনসর। এরপর সেই তালিকাতে নাম দেয় বহু বড় বড় সংস্থা। এরপর শেষ পর্যন্ত ২০২০ সালের আইপিএলের টাইটেল মূল স্পনসর হিসেবে যুক্ত হয় ড্রিম ইলেভেন। যদিও নতুন স্পনসর আসে তাতেও আর্থিক সমস্যা পুরোপুরি ঘুঁচছিল না।

কিন্তু এদিকে আমিরশাহিতে আইপিএলের টুর্নামেন্ট শুরুর আগে ফের স্পনসর হারাল আইপিএল। আইপিএলের স্পন্সরশিপ থেকে এবারে সরে দাঁড়াল ফিউচার গ্রুপ। আর্থিক সংকটে ঘুরে দাঁড়াতেই এই মুহূর্তে আইপিএল থেকে সরে গিয়েছে তারা। তাই এবার আইপিএলে নতুন স্পনসর হচ্ছে ইউএন অ্যাকাডেমি। এই মুহূর্তে এখন একটাই আশা সকলের আর কোনো সমস্যা ছাড়াই যেন শুরু হয় আইপিএল। এবং করোনা যেন সেই খেলতে আর কোনো প্রকোপ না ফেলে।

Tags
Show More

Related Articles

Leave a Reply

Back to top button
Close
Close
%d bloggers like this: