OT MARKET

বিপদে পার্থ একা ভাবলে ভুল হবে, অনেকেই যুক্ত : জোর চর্চা

মুকুল রায় কে তদন্তের সামনাসামনি হওয়ার পর দলের সাথে দূরত্ব তৈরি করেছিলেন তৃণমূল নেত্রী। এবার কি পার্থর পালা !

নিউজ ডেস্ক : চেষ্টার কসুর করেন নি পার্থ চট্টোপাধ্যায় । রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর অর্থ, এবার সিবিআই চাইলে পার্থকে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে। আজ শুক্রবারই ফের তাঁকে হাজিরা দিতে বলেছে সিবিআই আগামী সপ্তাহে ।

পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী এর আগে বুধবার সন্ধেয় সিবিআইয়ের নির্দেশ মতো নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন । সাড়ে তিন ঘণ্টা জেরার পর বাড়ি ফিরে যান তিনি। এর পরেই পার্থকে যাতে সিবিআই হেফাজতে না নেওয়া হয় তার জন্য আদালতে আবেদন করেছিলেন তাঁর আইনজীবীরা। কিন্তু সেই আবেদন গ্রাহ্য হল না।

কলকাতা হাই কোর্টে শুক্রবার শিক্ষক দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের মামলার শুনানি ছিল। আজ তাঁর আইনজীবীরা বলেন, একক বেঞ্চের রায়ে পার্থকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার বিষয়ে যে পরামর্শ দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হোক। একই সঙ্গে তাঁকে মন্ত্রী পদ ছাড়ার ব্যাপারে যে পরামর্শ দেওয়া হয়েছিল হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা এবং মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার বিষয়টি বাদ দেওয়ার আবেদন জানান পার্থর আইনজীবী।

পার্থ চট্টোপাধ্যের রাজনৈতিক জীবন প্রশ্নের মুখে দাঁড়িয়ে , চর্চার মূল অবস্থানে রয়েছেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী। তবে প্রশ্নের মুখে পুরো দল , কারণ একটি নিয়োগ নয় প্রায় কয়েকশো নিয়োগ। অবশ্য এর সাথে জড়িত আছেন একাধিক নেতা ও মন্ত্রী বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: