Big Story
পাহাড় থেকে গড়িয়ে আসা পাথরের ধাক্কায় লাইনচ্যুত কান্নুর-ব্যাঙ্গালুরু এক্সপ্রেস
আশার খবর, ট্রেন দুর্ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি কোনো

শর্মিষ্ঠা বিশ্বাস: শুক্রবার ভোররাতে আচমকাই বড়োসড়ো ট্রেন দুর্ঘটনা, ভাগ্যের জোরে এখন নিরাপদে ট্রেনযাত্রীরা। কর্ণাটকের তোপুরু ও শিবদীর কাছে আচমকা পাহাড় থেকে নেমে আসা পাথরের ধাক্কায় লাইনচ্যুত হয়ে যায় কান্নুর-ব্যাঙ্গালুরু এক্সপ্রেসের ৫টি বগি। রেল দফতর সূত্রের খবর, ট্রেনে মোট ২৩৪৮ জন যাত্রী ছিলেন, তবে আশার খবর, ট্রেন দুর্ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি এখনও পর্যন্ত।
ঘটনার খবর পেতেই ট্রেনলাইন মেরামতির কাজ শুরু হয়। ওই রুটের সমস্ত ট্রেন আপাতত বন্ধ রাখা হয়েছে বা অন্য লাইনে স্থানান্তর করা হয়েছে। কান্নুর-ব্যাঙ্গালুরু এক্সপ্রেসটিক মেরামতি করার পর চালু করা হবে যাত্রীদের গন্তব্যস্থলে পাঠানোর জন্য।