আজ থেকে কর্নাটকে শুরু পঞ্চায়েত নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ
প্রথম দফাতেই রাজ্যের ৫০ শতাংশের বেশি পঞ্চায়েতে ভোট

পল্লবী কুন্ডু : বঙ্গের আগে এবার কর্ণাটকে(Karnataka) শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনে(Panchayat elections)র প্রথম দফার ভোট গ্রহণ। আজ সকাল সাতটায় কর্নাটকে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফাতেই রাজ্যের ৫০ শতাংশের বেশি পঞ্চায়েতে ভোট হবে। মোট ২৩ হাজার ৭০৬ টি বুথে গ্রামের মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট শেষ হবে বিকাল পাঁচটায়। নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে ভোটের সময় মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। প্রত্যেক বুথে সর্বাধিক ভোটারের সংখ্যা দেড় হাজার থেকে কমিয়ে করা হয়েছে এক হাজার।
পাশাপাশি এও জানানো হয়েছে, যে সব ব্যক্তিরা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের জন্যেও রয়েছে আলাদা ব্যবস্থা। ভোটদানপর্বের একবারে শেষের এক ঘণ্টায় ভোট দিতে পারবেন তারা। রাজ্যের নির্বাচন কমিশনার বি বাসবরাজু জানিয়েছেন, বিদার জেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে। রাজ্যের অন্যত্র ভোট হবে ব্যালটে। কর্নাটকে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৬০০৪। তাঁর মধ্যে এদিন ৫৭৬২ টি পঞ্চায়েতে ভোট হচ্ছে। ১৬২ টি গ্রাম পঞ্চায়েতের মেয়াদ শেষ হতে বাকি আছে। সেগুলিতে এখন ভোট হচ্ছে না। ছ’টি পঞ্চায়েত নিয়ে মামলা চলছে। সেগুলিতেও ভোট হচ্ছে না। ৩৩ টি গ্রাম পঞ্চায়েতকে শহর পঞ্চায়েত বলে ঘোষণা করা হয়েছে। সেখানেও ভোট হচ্ছে না। আজ সর্বমোট ভোটারের সংখ্যা ২ কোটি ৯৭ লক্ষ। ৯২ হাজার ১২১ জন পঞ্চায়েত সদস্যকে তাঁরা নির্বাচন করবেন। রাজ্যে ৪৫ হাজার ১২১ টি বুথে ভোট নেওয়া হচ্ছে। সেজন্য নিযুক্ত হয়েছেন ২ লক্ষ ৭০ হাজার ভোটকর্মী।
তবে এবার প্রতিদ্বন্দ্বিতা ত্রিমুখী। কংগ্রেস, বিজেপি ও জেডি এসের মধ্যেই এবারের লড়াই। পর্যবেক্ষকদের মতে, পঞ্চায়েত ভোটেই বোঝা যাবে, তৃণমূল স্তরে কোন দলের সংগঠন কমবেশি জোরদার। বর্তমানে রাজ্যের পুরসভাগুলিতে সবচেয়ে বেশি আসন আছে কংগ্রেসের। কর্নাটকে দ্বিতীয় দফায় পঞ্চায়েত ভোট হবে ২৭ ডিসেম্বর। গণনা হবে ৩০ ডিসেম্বর। বি এস ইয়েদুরাপ্পার নেতৃত্বাধীন রাজ্যের বিজেপি সরকার চেয়েছিল, কোভিড অতিমহামারীর প্রেক্ষিতে ভোটগ্রহণ পিছিয়ে দেওয়া হোক। কিন্তু কর্নাটক হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়, নির্ধারিত সময়েই ভোট করাতে হবে।