‘বিরাট’ প্রাপ্তি : বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১২ হাজার রানের মালিক হয়ে গেলেন কোহলি
এদিন দুই অলরাউন্ডারের ইনিংসে ভর করেই অজিদের ৩০৩ রানের সম্মানজনক টার্গেট দিল ভারত

পল্লবী কুন্ডু : ভারত বনাম অস্ট্রেলিয়ার (India vs Australia) ওয়ান ডে, টিটোয়েন্টি, টেস্ট-এর হাত ধরেই সামনাসামনি বসে খেলা দেখার সেই অনুভূতি ফিরে পায় ক্রিকেটপ্রেমীরা। তবে শুরুটা ভারতের জন্য মোটেই ভালো নয়। ওয়ান ডে-তে জিতে গেছে অস্ট্রেলিয়া। গোটা টিমের জন্য ভালো না হলেও এটা এক অভিনব অধ্যায় কোহলির (Virat Kohli) কাছে। শচীন তেন্ডুলকারের ১৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি। বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১২ হাজার রানের মালিক হয়ে গেলেন বিরাট এদিন।
১২ হাজার রানের গণ্ডি পেরতে বিরাটের লাগল মাত্র ২৫১ টি ম্যাচ এবং ২৪২ টি ইনিংস। শচীন এই রান করেছিলেন ৩০০ টি ইনিংসে। ম্যাচ লেগেছিল ৩০৯ টি। এই তালিকায় তৃতীয় স্থানে রিকি পন্টিং। ১২ হাজার রানে পৌঁছাতে তাঁর লেগেছিল ৩১৪ ইনিংস। রেকর্ড ভাঙার পাশাপাশি এদিন অর্ধশতরানও করেন কোহলি। ৭৮ বলে ৬৩ রানের ইনিংস খেলেন ভারত অধিনায়ক। পাশাপাশি, বিরাটের এই রেকর্ডের দিনে আলাদা করে নজর কাড়লেন দুই অলরাউন্ডার। একজন হার্দিক পাণ্ডিয়া। অপরজন, রবীন্দ্র জাদেজা।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেনি টিম ইন্ডিয়া। মাত্র ১৬ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরে যান ধাওয়ান। এদিন মায়াঙ্ক আগরওয়ালের পরিবর্তে সুযোগ পাওয়া শুভমান গিল সেট হওয়ার পরও হতাশ করেন। তিনি করেন ৩৩ রান। ফের ব্যর্থ আইয়ার। তাঁর সংগ্রহ ১৯ রান। লোকেশ রাহুলও এদিন মাত্র ৫ রানে প্যাভিলিয়নে ফিরে যান। এরপরই কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে নেমে নিজেদের জাত চেনালেন দুই অলরাউন্ডার। দু’জনেই অপরাজিত থাকলেন শেষ পর্যন্ত। হার্দিক যখন ব্যাট করতে এলেন তখন মাত্র ১৫২ রানে ৫ উইকেট হারিয়েছে ভারত। তখনও বাকি ১৯ ওভার। শেষপর্যন্ত ব্যাট করলেন তিনি। মাত্র ৭৬ বলে করলেন ৯২ রান। হার্দিকের মতোই দুর্দান্ত ইনিংস খেললেন জাদেজাও। একই পরিস্থিতিতে নেমে তিনি করলেন ৫০ বলে ৬৬ রান। এই দুই অলরাউন্ডারের ইনিংসে ভর করেই অজিদের ৩০৩ রানের সম্মানজনক টার্গেট দিল ভারত। ভারত তুলল ৫ উইকেট হারিয়ে ৩০২।
১০৮ বলে ১৫০। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে হার্দিক পাণ্ডিয়া ও রবীন্দ্র জাদেজার জুটি রীতিমতো ঝড় তুলল ক্যানবেরার মানুকা ওভালে। একইসঙ্গে, একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ষষ্ঠ উইকেটে সর্বাধিক রানের রেকর্ডও গড়ল এই জুটি। অন্যদিকে যদি কথা আসে অস্ট্রেলিয়ার তবে অনুযায়ী ৪৯ ওভার-এর মাথায় ৯ উইকেট হারিয়ে ২৮৮ রানে দাঁড়িয়ে আছে তারা। প্রয়োজন ৬ বলে ১৫ রান।