কম বেশি প্রায় সাড়ে পাঁচ মাস পর কাল থেকে সাধারণের জন্য চলবে মেট্রো
মেট্রো রেলের তরফে জানা গিয়েছে, যাত্রীদের এ জন্য স্মার্ট ফোনে কলকাতা মেট্রো রেল অ্যাপ ডাউনলোড করতে হবে।

পল্লবী কুন্ডু : দীর্ঘ সময়ের প্রতীক্ষার পর এবার সচল হওয়ার পথে কলকাতা মেট্রো পরিষেবা। এদিন নিট পরীক্ষার জন্য চলেছে মেট্রো। তবে আগামী কাল অর্থাৎ সোমবার থেকে সর্বসাধারণের জন্য চলবে মেট্রো।কমে বেশি সাড়ে পাঁচমাস পর চালু হওয়া কলকাতা মেট্রো পরিষেবা সফল।মেট্রো রেলের তরফে জানা গিয়েছে, যাত্রীদের এ জন্য স্মার্ট ফোনে কলকাতা মেট্রো রেল অ্যাপ ডাউনলোড করতে হবে। মেট্রোয় ওঠার অন্তত ৬ ঘন্টা আগে ই-পাসের জন্য বুকিং করতে হবে। ওই লিঙ্কে ক্লিক করে যাত্রীকে নিজের নাম, পরিচয়, যাত্রার সময় এবং কোন স্টেশন থেকে কোন স্টেশনে তিনি যেতে চান, তা জানাতে হবে।
ই-পাস পাঠানো হবে সেই যাত্রীর মোবাইলে, যা আদতে একটি কিউ আর কোড। ওই কোডের রং দেখেই মেট্রোর প্রবেশপথে থাকা রক্ষীরা বুঝতে পারবেন, সেই যাত্রীর কাছে মেট্রোযাত্রার বৈধ অনুমতি রয়েছে কি না। কোন সময়ে কী রঙের কিউ আর কোড দেওয়া হবে, তা গোপন রাখা হবে। যেসব যাত্রীর স্মার্ট কার্ড থাকবে না তাঁরা এই সময়ে মেট্রোয় উঠতে পারবেন না। সেক্ষেত্রে স্টেশনে গিয়ে স্মার্ট কার্ড কিনে নির্দিষ্ট পদ্ধতি মেনেই যাত্রীরা কলকাতা মেট্রোয় যেতে পারবেন। ঘন্টায় ৪ হাজার এই ধরনের কার্ড দেওয়া হবে।
এই সংশ্লিষ্ট ধাপ গুলি অতিক্রম করে আসার পরেই মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা।বিশেষ অ্যাপের মাধ্যমে যাত্রীদের নির্দিষ্ট সময় আগেই টিকিট কাটতে হবে। আগামীকাল সকাল ৮টা থেকে ট্রেন চালু হবে। দুই দিকের প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যা ৭টায়। কলকাতার উত্তর-দক্ষিণ মেট্রোয় আপাতত ১১০টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যস্ত সময়ে ১০মিনিট ছাড়া মেট্রো চলবে। তবে আপাতত রবিবার পরিষেবা বন্ধ থাকবে।একই সঙ্গে চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবাও। যেহেতু যাত্রীর সংখ্যা কম, তাই এখন এই রুটে ৭২টি ট্রেন চালানো হবে। পরে পরিস্থিতি বুঝে ট্রেনের সংখ্যা বাড়ানো হতে পারে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য আপাতত ই-পাস লাগবে না। স্মার্ট কার্ড হলেও চলবে।