আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে রেহাই মিলেছে শহরবাসীর
হাওয়া অফিস জানিয়েছে, আজ বৃষ্টি হতে পারে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের বিক্ষিপ্ত অংশে

পল্লবী কুন্ডু : দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির জেরে অস্বস্তিকর গরম থেকে মুক্তি পেয়েছে শহরবাসী। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুত্-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আজ বৃষ্টি হতে পারে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের বিক্ষিপ্ত অংশে এবং পূর্বাভাস অনুযায়ী সে ফলও পেয়েছে কলকাতাবাসী।আলিপুরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা যেমন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ প্রায় সর্বত্রই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে আজ এবং আগামীকাল অর্থাত্ রবি এবং সোমবার বৃষ্টি হবে মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আপাতত অবস্থান করছে নিম্নচাপ। ওড়িশা উপকূলে এর মারাত্মক প্রভাব পড়বে বলে সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপের পাশাপাশি ওড়িশা উপকূলে রয়েছে একটি জোড়াল ঘূর্ণাবর্তও। এর প্রভাবে আগামী কয়েকদিন ওড়িশা, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ৪৮ ঘণ্টায় উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
জানা যাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টা ধরেই দুর্যোগ চলবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলায়। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হবে উত্তরবঙ্গে।তবে তা ক্ষনিকের জন্য। কারণ মঙ্গলবার ও বুধবার ফের উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।