Big Story
পশু খাদ্য মামলাতে ৫ বছরের জন্য শ্রী ঘরে লালুপ্রসাদ যাদব
লালুর বিরুদ্ধে প্রায় ১৪০ কোটি তছরূপে অভিযোগ ছিল এই মামলায়

তিয়াসা মিত্র : পশু খাদ্য মামলাতে পাঁচ বছরের জন্য হাজত বাস হলো আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকে। সোমবার সিবিআই আদালত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এই সাজা দিয়েছে। এর পাশাপাশি ৬০ লক্ষ টাকার জরিমানাও করা হয়েছে লালুকে। সিবিআই আদালত পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত পঞ্চম মামলায় এই শাস্তি ঘোষণা করেছে। লালুর বিরুদ্ধে প্রায় ১৪০ কোটি তছরূপে অভিযোগ ছিল এই মামলায়।