রাজ্যে ক্রমশ বাড়ছে ডেঙ্গুর আক্রমন, কলকাতায় ২৭৩
গত সপ্তাহে রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৪৭ জন

বনিতা রায় : করোনার পাশাপাশি রাজ্যে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুর আক্রমন। গত বছর এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭৯৪ জন। চলতি বছর নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯১৬ জন। গত সপ্তাহে রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৪৭ জন। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, কলকাতায় এক সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৭৩ জন। মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৬৪ জন। উত্তর ২৪ পরগনায় এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ২৫৫ জন। হাওড়ায় এক সপ্তাহে মোট আক্রান্ত হয়েছেন ৪০১ জন। দক্ষিণ ২৪ পরগনায় এক সপ্তাহে মোট আক্রান্ত হয়েছেন ৩০৫ জন।
এমন পরিস্তিতিতে উদ্রেক বাড়ছে শিলিগুড়িতে। মশার দাপট বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের অবস্থা বেশ শোচনীয়। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, বাগডোগরা ও নকশালবাড়িতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহু জায়গাতে এখনও জল জমে আছে যার ফলে বাড়ছে মশার দাপট। এ প্রসঙ্গে শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের বলেছেন, “স্বাস্থ্য ক্ষেত্রে এই সরকার চূড়ান্ত ভাবে ব্যর্থ। তার দায় তো মুখ্যমন্ত্রীকে নিতে হবে। কারণ উনিই স্বাস্থ্যমন্ত্রী। কোথাও দেখা যায়নি স্বাস্থ্যকর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছে।” জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন এখনও পর্যন্ত সতর্ক না হলে বড় বিপদের সম্মুখীন হতে হবে।